যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরি ছাড়ার হিড়িক
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ১১:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি ও বহিষ্কারের হুমকির কারণে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট-টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে অনেকে তাদের স্বপ্ন পূরণে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও কর্মস্থলে বাড়তি নজরদারির ফলে ভারতীয় শিক্ষার্থীরা চরম সংকটে পড়েছেন। ক্যাম্পাসের বাইরে কাজ করার সুযোগ কমে যাওয়ায় তাদের অর্থনৈতিক চাপ আরও বেড়েছে, যা তাদের স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের ‘স্থানীয়করণ’ নীতির কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওপিটি কর্মসূচির আওতায় থাকা শিক্ষার্থীদের কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। অফ-ক্যাম্পাস পার্ট-টাইম চাকরির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করায় অনেক শিক্ষার্থী চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন। নিউ জার্সিতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করা এক ভারতীয় শিক্ষার্থী জানান, স্থানীয় একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় কর্মকর্তারা তার ভিসা ও পরিচয়পত্র পরীক্ষা করেন। সেসময় তার মালিক তাকে আত্মীয় পরিচয় দিয়ে রক্ষা করেন। নিউ জার্সির দ্যা নেওয়ার্ক টিচার্স ইউনিয়নের প্রেসিডেন্ট জন আবেইগন জানান, শিক্ষার্থীদের যেকোনো অবস্থায় নিরাপত্তা দিয়ে যাবেন তারা।
তিনি বলেন, এখানে ওরা প্রতিদিন যা দেখছে তা খুবই ভীতিকর। আর প্রেসিডেন্ট ও তার প্রশাসন এটাই করার চেষ্টা করছে। নেওয়ার্ক একটি অস্ত্রমুক্ত এলাকা। তারা যদি এটা ভুলে গিয়ে থাকে তাহলে মনে করিয়ে দিতে চাই যে এই এলাকায় তাদের অস্ত্র নিয়ে আসা ভুল হবে। এই ছেলেমেয়েগুলো এমনিতেই অনেক ভয়ে আছে। যেখানে তারা নিরাপদ বোধ করছিলো সেখানে এই ভয় আরও বাড়ানোর কোন যুক্তি হয় না। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তাদের কঠোর নজরদারি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে, নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এই সংকটে বেশি বিপাকে পড়েছেন। সূত্র : একাত্তর টিভি।