নিউইয়র্ক ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত বেড়ে ১৪, বিদ্যু‍ৎহীন ৪ লক্ষ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৫ বার পঠিত

শীতকালীন ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি, জর্জিয়া-সহ একাধিক অঙ্গ রাজ্য। ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। বিদ্যু‍ৎহীন অবস্থায় রয়েছেন ৪ লক্ষের বেশি পরিবার। পানিবন্দি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঝড় ও বন্যায় যখন বিপর্যস্ত দুই অঙ্গ রাজ্যের বাসিন্দা তখন দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর। বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, ‘কোথাও-কোথাও তাপমাত্রা মাইনাস ৫১ ডিগ্রিতে নামতে পারে।’

শনিবার থেকে কেন্টাকি ও জর্জিয়ায় শুরু হয়েছে শীতকালীন ঝড়। আর সেই ঝড়ে লন্ডভন্ড জনজীবন। একাধিক জায়গায় বাতাসের তীব্র ঝাপটায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। লাগাতার বরফ গলায় একাধিক সড়কও ভেসে গিয়েছে। ৩০০টির বেশি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার একটি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘কেন্টাকিতে মৃতের সংখ্যা এখন ১২ জনে দাঁড়িয়েছে। যা আগের দিনের তুলনায় আটজন বেশি। বন্যার জলে যানবাহনে আটকা পড়ে বেশিরভাগ ডুবে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে একজন মা এবং তার সন্তানও রয়েছে।’ পরিস্থিতি উপলব্ধি করে রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আবহাওয়া অফিসের তরফে আগেই কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনায় শীতকালীন ঝড় ও বন্যার আগাম আভা দেওয়া হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে অতি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হেলেনের কারণে লন্ডভন্ড হয়েছিল জনজীবন। সেবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল স্থানীয় বাসিন্দাদের।সূত্র : দৈনিক ইনকিলাব।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত বেড়ে ১৪, বিদ্যু‍ৎহীন ৪ লক্ষ

প্রকাশের সময় : ১২:০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

শীতকালীন ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি, জর্জিয়া-সহ একাধিক অঙ্গ রাজ্য। ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। বিদ্যু‍ৎহীন অবস্থায় রয়েছেন ৪ লক্ষের বেশি পরিবার। পানিবন্দি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঝড় ও বন্যায় যখন বিপর্যস্ত দুই অঙ্গ রাজ্যের বাসিন্দা তখন দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর। বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, ‘কোথাও-কোথাও তাপমাত্রা মাইনাস ৫১ ডিগ্রিতে নামতে পারে।’

শনিবার থেকে কেন্টাকি ও জর্জিয়ায় শুরু হয়েছে শীতকালীন ঝড়। আর সেই ঝড়ে লন্ডভন্ড জনজীবন। একাধিক জায়গায় বাতাসের তীব্র ঝাপটায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। লাগাতার বরফ গলায় একাধিক সড়কও ভেসে গিয়েছে। ৩০০টির বেশি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার একটি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘কেন্টাকিতে মৃতের সংখ্যা এখন ১২ জনে দাঁড়িয়েছে। যা আগের দিনের তুলনায় আটজন বেশি। বন্যার জলে যানবাহনে আটকা পড়ে বেশিরভাগ ডুবে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে একজন মা এবং তার সন্তানও রয়েছে।’ পরিস্থিতি উপলব্ধি করে রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আবহাওয়া অফিসের তরফে আগেই কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনায় শীতকালীন ঝড় ও বন্যার আগাম আভা দেওয়া হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে অতি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হেলেনের কারণে লন্ডভন্ড হয়েছিল জনজীবন। সেবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল স্থানীয় বাসিন্দাদের।সূত্র : দৈনিক ইনকিলাব।