নিউইয়র্ক ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হোয়াইট হাউসের ওয়েবসাইটে সংবিধান অনুপস্থিত, ‘অনিচ্ছাকৃত’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ২৯ বার পঠিত

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট উন্মোচিত করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে নতুন প্রশাসনের বেশ কিছু পরিকল্পনা প্রদর্শিত হয়। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রকে পুনরায় নিরাপদ করা, মূল্যবোধ ফিরিয়ে আনা, সক্ষম ও আবার জ্বালানিতে আধিপত্য ফেরানোর কথা। এ তথ্য দিয়েছে অনলাইন এনডিটিভি। ওয়েবসাইটের হোমপেজে ট্রাম্পের একটি প্রতিকৃতি ও মোটা অক্ষরে লেখা আছে ‘আমেরিকা ইজ ব্যাক’। কিন্তু যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো পুনর্গঠিত এ ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের সংবিধানের পেজটি অনুপস্থিত।

উল্লেখ্য, ওই ওয়েবসাইটে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম প্রশাসনের সময়ে জোরালোভাবে তুলে ধরা হয় সংবিধান সৃষ্টির ইতিহাস এবং যুক্তরাষ্ট্র কেন আইনের কিছু গাইডলাইন অনুসরণ করে। তবে ওয়েবসাইটের নতুন সংস্করণে ‘কনস্টিটিউশন অ্যান্ড বিল অব রাইটস’ অনুপস্থিত।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, রোনাল্ড রিগ্যান ও ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কার্টার, বারাক ওবামা ও বিল ক্লিন্টনের মতো সাবেক প্রেসিডেন্টদের নিয়ে যে জীবনীবিষয়ক পেজগুলো ছিল নতুন ওয়েবসাইটে সেখানে ‘৪০৪’ এরর দেখাচ্ছে। এছাড়া অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, স্প্যানিশ ভাষার সংস্করণে হোয়াইট হাউজের ওয়েবসাইটটিও প্রবেশ করা যাচ্ছে না। তারা এই সাইটে ক্লিক করলে তাদেরকেও বলা হচ্ছে, পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হট্টগোল শুরু হলে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়, এই বিভ্রান্তি অনিচ্ছাকৃত এবং সাময়িক। নতুন ওয়েবসাইট তৈরি পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হ্যারিসন ফিল্ডস বলেছেন, হোয়াইট হাউসের ওয়েবসাইট উন্নয়ন ও সম্পাদনায় কাজ করছি আমরা। এ প্রক্রিয়ায় ওয়েবসাইটটির আর্কাইভের কিছু কন্টেন্ট সুপ্ত অবস্থায় চলে গেছে। অতি দ্রুত এসব কন্টেন্ট ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ওয়েবসাইটটিতে স্প্যানিশ ট্রান্সলেশন বিভাগ ফিরিয়ে আনার চেষ্টাও করা হচ্ছে। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসেন, তখনকার টিম এলজিবিটিকিউদের অধিকার, জলবায়ু পরিবর্তন বিষয়ক পেজগুলোকে ডাউন করে দেয়। সূত্র : মানবজমিন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসের ওয়েবসাইটে সংবিধান অনুপস্থিত, ‘অনিচ্ছাকৃত’

প্রকাশের সময় : ১২:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট উন্মোচিত করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে নতুন প্রশাসনের বেশ কিছু পরিকল্পনা প্রদর্শিত হয়। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রকে পুনরায় নিরাপদ করা, মূল্যবোধ ফিরিয়ে আনা, সক্ষম ও আবার জ্বালানিতে আধিপত্য ফেরানোর কথা। এ তথ্য দিয়েছে অনলাইন এনডিটিভি। ওয়েবসাইটের হোমপেজে ট্রাম্পের একটি প্রতিকৃতি ও মোটা অক্ষরে লেখা আছে ‘আমেরিকা ইজ ব্যাক’। কিন্তু যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো পুনর্গঠিত এ ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের সংবিধানের পেজটি অনুপস্থিত।

উল্লেখ্য, ওই ওয়েবসাইটে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম প্রশাসনের সময়ে জোরালোভাবে তুলে ধরা হয় সংবিধান সৃষ্টির ইতিহাস এবং যুক্তরাষ্ট্র কেন আইনের কিছু গাইডলাইন অনুসরণ করে। তবে ওয়েবসাইটের নতুন সংস্করণে ‘কনস্টিটিউশন অ্যান্ড বিল অব রাইটস’ অনুপস্থিত।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, রোনাল্ড রিগ্যান ও ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কার্টার, বারাক ওবামা ও বিল ক্লিন্টনের মতো সাবেক প্রেসিডেন্টদের নিয়ে যে জীবনীবিষয়ক পেজগুলো ছিল নতুন ওয়েবসাইটে সেখানে ‘৪০৪’ এরর দেখাচ্ছে। এছাড়া অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, স্প্যানিশ ভাষার সংস্করণে হোয়াইট হাউজের ওয়েবসাইটটিও প্রবেশ করা যাচ্ছে না। তারা এই সাইটে ক্লিক করলে তাদেরকেও বলা হচ্ছে, পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হট্টগোল শুরু হলে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়, এই বিভ্রান্তি অনিচ্ছাকৃত এবং সাময়িক। নতুন ওয়েবসাইট তৈরি পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হ্যারিসন ফিল্ডস বলেছেন, হোয়াইট হাউসের ওয়েবসাইট উন্নয়ন ও সম্পাদনায় কাজ করছি আমরা। এ প্রক্রিয়ায় ওয়েবসাইটটির আর্কাইভের কিছু কন্টেন্ট সুপ্ত অবস্থায় চলে গেছে। অতি দ্রুত এসব কন্টেন্ট ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ওয়েবসাইটটিতে স্প্যানিশ ট্রান্সলেশন বিভাগ ফিরিয়ে আনার চেষ্টাও করা হচ্ছে। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসেন, তখনকার টিম এলজিবিটিকিউদের অধিকার, জলবায়ু পরিবর্তন বিষয়ক পেজগুলোকে ডাউন করে দেয়। সূত্র : মানবজমিন।