যুক্তরাষ্ট্রে সন্তানের গুলিতে সহপাঠী নিহত, বাবা-মা অভিযুক্ত
- প্রকাশের সময় : ০৪:০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৪৪ বার পঠিত
তিন বছর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান হাই স্কুলে চার ছাত্রকে গুলি করে হত্যা করেন এক বন্দুকধারী। ঘটনার জেরে হত্যাকারীর বাবা জেমস ক্রাম্বলিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই অভিযোগে একমাস আগে তার মাকেও দোষী সাব্যস্ত করা হয়। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রে সন্তানের বন্দুকহামলা ও হত্যাকাণ্ডের জন্য এবারই প্রথম কোনো পিতা-মাতাকে অভিযুক্ত করা হল।ক্রাম্বলিকে অনৈচ্ছিক হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এর জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। বিচারের শুনানিতে আইনজীবীরা প্রমাণ করেছেন, জেমস ক্রাম্বলি (৪৭) তার ১৫ বছর বয়সী ছেলের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখেননি। তিনি তাকে একটি পিস্তলও কিনে দিয়েছেন যার মাধ্যমে ২০২১ সালের নভেম্বরে সে সহপাঠীদের ওপর হামলা চালায়।
চূড়ান্ত সিদ্ধান্তে যেতে জুরি একদিনের কিছু বেশি সময় নেন। ক্রাম্বলি দম্পতির বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেমস ক্রাম্বলিকে রায় পড়ে শোনানো হলেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।
ক্রাম্বলি দম্পতির সন্তান ইথান তার সহপাঠী টেইট মায়ার (১৬), হানা সেইন্ট জুলিয়ানা (১৪), ম্যাডিসিন বল্ডউইন (১৭) ও জাস্টিন শিলিংকে (১৭) গুলি করে হত্যা করে। এ ঘটনা আরও সাতজন আহত হন। ইথানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এমনকী তাকে কখনো প্যারোলে মুক্তি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
কৌসুলি ক্যারেন ম্যাকডোনাল্ড এক সংবাদ সম্মেলনে চার নিহত শিশুর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এই রায় ‘তাদের সন্তানদের ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু এটা জবাবদিহিতা নিশ্চিতের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সামান্য উদ্যোগ নিলে এই অভিভাবকরা (ক্রাম্বলি দম্পতি) এই মর্মান্তিক ঘটনা প্রতিহত করতে পারতেন।’
চলতি সপ্তাহের শুরুতে ছয় পুরুষ ও ছয় নারীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের সামনে যুক্তি উপস্থাপনের সময় ক্যারেন বলেন, ‘অক্সফোর্ড হাইস্কুলের এই হামলা সম্পর্কে আগে থেকেই পূর্বাভাষ দেওয়া যেত এবং একে ঠেকানো সম্ভব ছিল। জেমস ক্রাম্বলি যা করেছেন, তা বিরল ও নিন্দনীয়।’
ক্যারেন বলেন, ‘তিনি তার সন্তানকে সেমি-অটোম্যাটিক পিস্তল উপহার দেন, কিন্তু ছেলেটি যাতে অন্যদের জন্য ঝুঁকি হয়ে উঠতে না পারে সে ব্যাপারে ন্যুনতম নিরাপত্তার উদ্যোগ তিনি নেননি।’ কৌসুলিরা বলেন, ইথানের মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, কিন্তু তার বাবা-মা সেদিকে একেবারেই নজর দেননি।
ঘটনার দিন সকালে স্কুলে ইথানের শিক্ষকদের সঙ্গে একটি পূর্বনির্ধারিত বৈঠক শেষ না করেই বের হয়ে যায় ক্রাম্বলি দম্পতি। ইথান কিছু ছবি এঁকেছিল, যা দেখে তার শিক্ষকরা তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার পিতা-মাতাকে স্কুলে ডেকে পাঠান।
কিন্তু বৈঠক শুরুর অল্প সময় পর ক্রাম্বলি দম্পতি নিজ নিজ কাজে চলে যায় এবং তারা সন্তানকে সঙ্গে নিতে বা বাসায় নিয়ে যেতেও রাজি হননি। অগত্যা ইথানকে শ্রেণীকক্ষে ফেরত পাঠায় স্কুলের কর্মকর্তারা। সে সময় তারা তার ব্যাকপ্যাক পরীক্ষা করেনি। পরবর্তীতে এই ব্যাকপ্যাকে থাকা পিস্তল দিয়ে তার সহপাঠীদের ওপর গুলি চালায় ইথান।
হককথা/নাছরিন