নিউইয়র্ক ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হোয়াইট হাউসের বাইরের ফটকে গাড়ির ধাক্কা, চালক আটক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ৫০ বার পঠিত

গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার কিছু আগে ঘটনাটি ঘটে ছবি : রয়টার্স

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছ থেকে গতকাল সোমবার এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, আটক ব্যক্তি একজন গাড়িচালক। তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি বাইরের ফটকে গাড়ি তুলে দিয়েছেন।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শহরের বাইরে ছিলেন। এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক (হামলা চালানোর জন্য) ছিল, সে সম্পর্কে কিছু বলেননি নিরাপত্তা কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক্সে বলেছেন, গতকাল সন্ধ্যা ছয়টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি ফটকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন।

হোয়াইট হাউসফাইল ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্রের কথায় ধারণা করা হচ্ছে, ঘটনাটি হোয়াইট হাউস কমপ্লেক্সের উত্তর-পূর্ব দিকে ঘটেছে। ঘটনাস্থল থেকে পরে গাড়িটিকে সরিয়ে নেয় ওয়াশিংটন পুলিশ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেন, ‘গাড়িচালককে হেফাজতে রাখা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত আছে।’
সূত্র : প্রথম আলো

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসের বাইরের ফটকে গাড়ির ধাক্কা, চালক আটক

প্রকাশের সময় : ০৪:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছ থেকে গতকাল সোমবার এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, আটক ব্যক্তি একজন গাড়িচালক। তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি বাইরের ফটকে গাড়ি তুলে দিয়েছেন।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শহরের বাইরে ছিলেন। এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক (হামলা চালানোর জন্য) ছিল, সে সম্পর্কে কিছু বলেননি নিরাপত্তা কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক্সে বলেছেন, গতকাল সন্ধ্যা ছয়টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি ফটকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন।

হোয়াইট হাউসফাইল ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্রের কথায় ধারণা করা হচ্ছে, ঘটনাটি হোয়াইট হাউস কমপ্লেক্সের উত্তর-পূর্ব দিকে ঘটেছে। ঘটনাস্থল থেকে পরে গাড়িটিকে সরিয়ে নেয় ওয়াশিংটন পুলিশ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেন, ‘গাড়িচালককে হেফাজতে রাখা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত আছে।’
সূত্র : প্রথম আলো

হককথা/নাছরিন