গুরুত্বপূর্ণ মিশিগানের প্রাইমারিতে বাইডেন ও ট্রাম্পের বড় জয়
- প্রকাশের সময় : ০৪:১৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন জো বাইডেন ও ডনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ নিয়ে বাইডেনের অবস্থানের কারণে বেশ প্রতিবাদ বিক্ষোভ হলেও ডেমোক্রেট দলের প্রাইমারিতে ৮১.০৭ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অপরদিকে ৬৮.১৭ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান দল থেকে জয় পেয়েছেন ট্রাম্প। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ২৬.৫৪ শতাংশ ভোট।
বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভোট দেয়ায় মিশিগানের মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। এদিকে ট্রাম্প নিজেও রিপাবলিকান দলের প্রাইমারিতে বড় জয় পেয়েছেন। তিনি ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে বলেন, হ্যালি গতরাতে পরাজিত হয়েছে। গ্রেট স্টেট অফ মিশিগানে তিনি ৪২ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছেন। এখন আমি সুপার মঙ্গলবারের জন্য অপেক্ষা করছি যেখানে তিনি আরও খারাপ করতে চলেছেন। মানুষ তাকে পছন্দ করে না।
তারা জানে, নিকি হ্যালি বাইডেন কিংবা কোনো ডেমোক্র্যাটকেই পরাজিত করতে পারবেন না!
এদিকে বাইডেনের জয়ের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বলেছেন, এই নির্বাচন আমাদের মৌলিক স্বাধীনতার জন্য লড়াই। প্রাইমারির ফলাফল স্পষ্ট করেছে যে, মিশিগানের মানুষ এই লড়াইয়ের জন্য প্রস্তুত।
এখন পর্যন্ত প্রাইমারির সব ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে, এবারও ২০২০ সালের মতো ‘ট্রাম্প বনাম বাইডেন’ লড়াই হবে। আগামী ৫ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে মিশিগান হলো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সুইং স্টেট। নির্বাচনের ফলাফল নির্ধারণে সবথেকে বেশি ভূমিকা রাখে এই সুইং স্টেটগুলো। উল্লেখ্য, মিশিগানে আছে বৃহৎ সংখ্যক আরব বংশোদ্ভূত আমেরিকান। তারা প্রাইমারি নির্বাচনের আগে থেকেই গাজা যুদ্ধ ইস্যুতে বাইডেনের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। তবে তার পরেও বড় জয় পেয়েছেন তিনি। সূত্র : মানবজমিন
হককথা/নাছরিন