২৪ বার এজেন্টদের কামড়েছে বাইডেনের ‘কমান্ডার’

- প্রকাশের সময় : ০৬:৩৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৭ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের কুকুর ‘কমান্ডার’ কমপক্ষে ২৪ বার যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টদের কামড়েছে বলে নতুন এক নথিতে প্রকাশ পেয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নথিতে দেখা যায়, জার্মান শেফার্ড জাতের কুকুরটি রাষ্ট্রপতির দেহরক্ষীদেরও আক্রমণ করেছিল।
কমান্ডারকে হোয়াইট হাউস থেকে অপসারণের কয়েক মাস আগে একজন সিনিয়র এজেন্ট সতর্ক করে বলেছিলেন, কুকুরের কামড়ের অর্থ সিক্রেট সার্ভিসকে কৌশল পরিবর্তন করতে হবে। তাই, বাইডেনের নিরাপত্তা রক্ষায় এজেন্টদের নিজেদের জায়গা তৈরি করে নিতে হবে।
অবাধ তথ্যের স্বাধীনতা আইনের অধীনে অনুরোধের ভিত্তিতে নথিগুলি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনে পোস্ট করা হয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্টদের পরিচয় এবং তাদের নিরাপত্তা কৌশলের গোপনীয়তা রক্ষা করার জন্য তাদের বিস্তারিত চিহ্ন গোপন করা হয়।
তারা দেখায় যে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে অন্তত ২৪টি কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিক্রেট সার্ভিসের সদস্যদের কব্জি, বাহু, কনুই, কোমর, বুক, উরু এবং কাঁধে কামড় দেওয়া হয়েছে।
হককথা/নাছরিন