নিউইয়র্ক ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হামাসের ৭ অক্টোবরের হামলায় যুক্তরাষ্ট্রের নিহতের খবরে মর্মাহত বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ৬৪ বার পঠিত

প্রেসিডেন্ট জো বাইডেনফাইল ছবি : রয়টার্স

হককথা ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের গত ৭ অক্টোবর চালানো হামলায় গ্যাড হাগাই নামের এক যুক্তরাষ্ট্রের নিহত হয়েছেন। এ খবর শোনার পর ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন।

হাগাই ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান। তাঁর বয়স ৭৩ বছর। প্রথমে মনে করা হয়েছিল, হামলার পরে হামাস স্ত্রীসহ তাঁকে জিম্মি করেছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘৭ অক্টোবর হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের নাগরিক গ্যাড হাগাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এ খবর শুনে আমি ও জিল বাইডেন মর্মাহত। আমরা গ্যাড হাগাইয়ের স্ত্রী জুডিথ ওয়েনস্টেইন যাতে নিরাপদে ফিরতে পারেন, সে জন্য প্রার্থনা করছি।’

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের খবর অনুসারে, হাগাইয়ের স্ত্রী জুডিথকে গাজায় এখনো জিম্মি করে রাখা হয়েছে। বিবৃতিতে বাইডেন বলেন, ‘আজ আমরা হাগাইয়ের চার সন্তান, সাত নাতি-নাতনি ও অন্য প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিববুতজিমে ও একটি সংগীত উৎসবে হামলা চালায় হামাস। ইসরায়েলের হিসাব অনুসারে, এতে ১ হাজার ২০০ জন নিহত হন। ২৪০ জনকে গাজায় জিম্মি করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় ইসরায়েলের হামলায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অনেকে নিখোঁজ। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

হারেৎজ পত্রিকায় দেওয়া বিবৃতিতে গ্যাড হাগাইয়ের পরিবার বলেছে, তিনি খুবই দক্ষ পরিচারক ছিলেন। তাঁরা হাগাইয়ের মরদেহ ও তাঁর স্ত্রী জুডিকে ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হামাসের ৭ অক্টোবরের হামলায় যুক্তরাষ্ট্রের নিহতের খবরে মর্মাহত বাইডেন

প্রকাশের সময় : ০৮:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

হককথা ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের গত ৭ অক্টোবর চালানো হামলায় গ্যাড হাগাই নামের এক যুক্তরাষ্ট্রের নিহত হয়েছেন। এ খবর শোনার পর ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন।

হাগাই ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান। তাঁর বয়স ৭৩ বছর। প্রথমে মনে করা হয়েছিল, হামলার পরে হামাস স্ত্রীসহ তাঁকে জিম্মি করেছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘৭ অক্টোবর হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের নাগরিক গ্যাড হাগাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এ খবর শুনে আমি ও জিল বাইডেন মর্মাহত। আমরা গ্যাড হাগাইয়ের স্ত্রী জুডিথ ওয়েনস্টেইন যাতে নিরাপদে ফিরতে পারেন, সে জন্য প্রার্থনা করছি।’

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের খবর অনুসারে, হাগাইয়ের স্ত্রী জুডিথকে গাজায় এখনো জিম্মি করে রাখা হয়েছে। বিবৃতিতে বাইডেন বলেন, ‘আজ আমরা হাগাইয়ের চার সন্তান, সাত নাতি-নাতনি ও অন্য প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিববুতজিমে ও একটি সংগীত উৎসবে হামলা চালায় হামাস। ইসরায়েলের হিসাব অনুসারে, এতে ১ হাজার ২০০ জন নিহত হন। ২৪০ জনকে গাজায় জিম্মি করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় ইসরায়েলের হামলায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অনেকে নিখোঁজ। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

হারেৎজ পত্রিকায় দেওয়া বিবৃতিতে গ্যাড হাগাইয়ের পরিবার বলেছে, তিনি খুবই দক্ষ পরিচারক ছিলেন। তাঁরা হাগাইয়ের মরদেহ ও তাঁর স্ত্রী জুডিকে ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন।

হককথা/নাছরিন