নিজেকে তরুণ-উদ্যমী-সুদর্শন দাবি বাইডেনের
- প্রকাশের সময় : ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১০৮ বার পঠিত
চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারণামূলক বিজ্ঞাপন শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে নিজের বয়স নিয়ে ঠাট্টা করতে দেখা যায় তাকে। শনিবার (৯ মার্চ) প্রচারিত বিজ্ঞাপনটির শেষদিকে বাইডেনকে বলতে শোনা যায়, আমি তরুণ, উদ্যমী ও সুদর্শন। প্রথমদিকে অবশ্য বলেন, তিনি যে তরুণ নয়, তা গোপন কিছু নয়।
ভিডিওটিতে ৮১ বছর বয়সী জো বাইডেনকে বেশ সাবলীল ও স্বাচ্ছন্দ্য লাগছিল। সেখানে যে তিনি শুধু নিজেকে নিয়ে কৌতুক করেছেন তা নয়। গত চার বছরে তার প্রশাসনের অর্জনগুলোও তুলে ধরেন। করোনা মহামারি মোকাবিলা করা, অর্থনীতিকে শক্তিশালী করা ও ওষুধের দাম কমিয়ে আনাসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। পাশাপাশি তরুণ ভোটারদের জন্য প্রাসঙ্গিক কিছু বিষয়েও বক্তব্য দেন বাইডেন।
বিজ্ঞাপনটিতে যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট বলেন, আজ আমাদের অর্থনীতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আমি এমন আইন পাস করিয়েছি, যার ফলে ওষুধের দাম কমেছে, বয়স্কদের জন্য মাসে মাত্র ৩৫ ডলারে ইনসুলিন ক্যাপস দেওয়া হচ্ছে।
‘চার বছর ধরে, ডোনাল্ড ট্রাম্প একটি অবকাঠামো আইন পাস করার চেষ্টা করেছিলেন ও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছিলেন। আমি তা সম্পন্ন করেছি। এখন আমরা যুক্তরাষ্ট্রকে পুনর্গঠন করছি। তাছাড়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে আমি ইতিহাসের সবচেয়ে বড় আইন পাস করেছি, কিন্তু ট্রাম্প জলবায়ু নিয়ে তেমন কোনো চিন্তায় করেননি।
তিনি আরও বলেণ, ডোনাল্ড ট্রাম্প নারীদের ‘বেছে নেওয়ার’ স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ক্ষমতায় থাকতে ট্রাম্প শুধু নিজের কথা ভেবেছেন। কিন্তু আমি বিশ্বাস করি, প্রেসিডেন্টের কাজ হলো জনগণের জন্য লড়াই করা এবং আমি এটাই করে যাচ্ছি।
ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে জো বাইডেনকে বয়স্ক, জরাজীর্ণ ও প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য বলে নিন্দা করে যাচ্ছেন। এ বিষয়ে বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেছেন, ট্রাম্পের মন্তব্যগুলো ভয়ংকর। তিনি (ট্রাম্প) জটিল মানসিক রোগে ভুগছেন। সূত্র : এনডিটিভি
হককথা/নাছরিন