নিউইয়র্ক ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের প্রাথমিক নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের ৪ রাজ্যে সহজ জয়

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ১৬২ বার পঠিত

যুক্তরাষ্ট্রে দলীয় মনোনয়ন পেতে প্রাথমিক নির্বাচনে ৪টি রাজ্যে খুব সহজেই জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রাজ্যগুলো হল- মন্টানা, নিউ জার্সি, নিউ মেক্সিকো এবং দক্ষিণ ডাকোটা। মঙ্গলবার এই রাজ্যেই খুব সহজে মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়েছে, গত সপ্তাহে নিউ ইয়র্ক শহরে ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কোনো ভালো খবর পেলেন ডনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে ট্রাম্প প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই রাজ্যে ট্রাম্প বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন। এছাড়া এই রাজ্যে বাইডেনও প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। তিনি নিউ জার্সিতে ৮৮ শতাংশ ভোট পেয়েছেন। এক্ষেত্রে ৯ শতাংশ ভোটার ভোট দেয়া থেকে বিরত থেকেছেন।

এছাড়া নিউ মেক্সিকোতে ৮৪ শতাংশ এবং মন্টানা রাজ্যে ৮৭ শতাংশ এবং দক্ষিণ ডাকোটাতে ৭৩ শতাংশ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের নভেম্বরের নির্বাচনে মনোনীত হয়েছেন বাইডেন। উল্লেখ্য এসব রাজ্যে প্রায় ১০ শতাংশ ভোটার ভোট দেয়া থেকে বিরত থেকেছেন।

দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি গত মার্চে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

৫ নভেম্বরের নির্বাচনে তিনি ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন। দক্ষিণ ক্যারোলিনাতে প্রাথমিক নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যান হ্যালি। সেখানে তিনি মাত্র ৯ শতাংশ জনসমর্থন পেয়েছিলেন। এর পরপরই তিনি ট্রাম্পকে সমর্থন করার ঘোষণা দেন।

ট্রাম্প মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে দক্ষিণ ডাকোটাতে ৭৩ শতাংশ ভোট পান। এই রাজ্যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করেন খানিকটা অপরিচিত রাজনৈতিক কর্মী উইলিয়ামসন, তিনি সেখানে ১২ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া সেখানে আরেক প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডিন ফিলিপস পেয়েছেন ১১ শতাংশ ভোট। ট্রাম্পই দক্ষিণ ডাকোটাতে একমাত্র রিপাবলিকান প্রার্থী ছিলেন। সূত্র: মানবজমিন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রাথমিক নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের ৪ রাজ্যে সহজ জয়

প্রকাশের সময় : ০৯:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রে দলীয় মনোনয়ন পেতে প্রাথমিক নির্বাচনে ৪টি রাজ্যে খুব সহজেই জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রাজ্যগুলো হল- মন্টানা, নিউ জার্সি, নিউ মেক্সিকো এবং দক্ষিণ ডাকোটা। মঙ্গলবার এই রাজ্যেই খুব সহজে মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়েছে, গত সপ্তাহে নিউ ইয়র্ক শহরে ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কোনো ভালো খবর পেলেন ডনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে ট্রাম্প প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই রাজ্যে ট্রাম্প বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন। এছাড়া এই রাজ্যে বাইডেনও প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। তিনি নিউ জার্সিতে ৮৮ শতাংশ ভোট পেয়েছেন। এক্ষেত্রে ৯ শতাংশ ভোটার ভোট দেয়া থেকে বিরত থেকেছেন।

এছাড়া নিউ মেক্সিকোতে ৮৪ শতাংশ এবং মন্টানা রাজ্যে ৮৭ শতাংশ এবং দক্ষিণ ডাকোটাতে ৭৩ শতাংশ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের নভেম্বরের নির্বাচনে মনোনীত হয়েছেন বাইডেন। উল্লেখ্য এসব রাজ্যে প্রায় ১০ শতাংশ ভোটার ভোট দেয়া থেকে বিরত থেকেছেন।

দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি গত মার্চে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

৫ নভেম্বরের নির্বাচনে তিনি ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন। দক্ষিণ ক্যারোলিনাতে প্রাথমিক নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যান হ্যালি। সেখানে তিনি মাত্র ৯ শতাংশ জনসমর্থন পেয়েছিলেন। এর পরপরই তিনি ট্রাম্পকে সমর্থন করার ঘোষণা দেন।

ট্রাম্প মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে দক্ষিণ ডাকোটাতে ৭৩ শতাংশ ভোট পান। এই রাজ্যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করেন খানিকটা অপরিচিত রাজনৈতিক কর্মী উইলিয়ামসন, তিনি সেখানে ১২ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া সেখানে আরেক প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডিন ফিলিপস পেয়েছেন ১১ শতাংশ ভোট। ট্রাম্পই দক্ষিণ ডাকোটাতে একমাত্র রিপাবলিকান প্রার্থী ছিলেন। সূত্র: মানবজমিন।