নিউইয়র্ক ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাইডেনের অনুষ্ঠানে ইসরাইলবিরোধী বিক্ষোভ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / ১৪৭ বার পঠিত

ফিলিস্তিন ইস্যুতে মহাবিপদে আছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হায়েনারা নৃশংশ হামলা শুরুর পর থেকে আমেরিকার ইতিহাসের অন্যতম বয়োবৃদ্ধ এই নেতার উভয় সংকটে ভুগছেন। যাকে বলে শাঁখের করাত। এদিকেও বিপদ, ওদিকেও বিপদ।

শয়তানের স্বর্গরাজ্যে হিসাবে খ্যাত ইসরাইলের প্রধান দোসর আমেরিকা দেশটির সব কিছুতেই নিলর্জ্জের মতো সমর্থন করে আসছে। শুধু তাই নয়, ইসরাইলের সামরিক শক্তির পুরোটাই আমেরিকা নিজে হাতে বানিয়েছে এবং দুই হাত খুলে এখনো অস্ত্র ও গোলাবারুদ দিয়ে যাচ্ছে।

ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু ও সমর্থক যুক্তরাষ্ট্র, গাজা যুদ্ধে গোলাবারুদ সরবরাহ, জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে বারবার ইসরাইলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব করতে গিয়ে আসল বিপদটা এখন টের পাচ্ছেন আমেরিকার নেতা জো বাইডেন। নিজ দেশেই তোপের মুখে পড়েছেন।


গাজায় বর্বরতা চালানো ইসরাইলকে ক্রমাগত সমর্থন দিয়ে যাওয়ায় নিজ দেশেই বড় চাপের মুখে পড়েছেন বাইডেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হচ্ছেন এ ডেমোক্র্যাট নেতা। তবে, ইসরাইল ইস্যুতে এবার মুসলিম আমেরিকানদের ভোট হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।

শুধু মুসলিমরাই নয়, আমেরিকার অন্যান্য ধর্মের নাগরিকরাও গাজায় যুদ্ধ বন্ধে ও ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য প্রতিদিনই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন।আমেরিকার নীতি-নির্ধারকদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছেন দেশটির শান্তিকামী মানুষেরা। দিন দিন তাদের প্রতিবাদের ভাষাও আরও জোরালো হচ্ছে।

তারই ধারাবাহিকতায় এবার, গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা নিউইয়র্কে আমেরিকার প্রেসিডেন্ট জো বিডেনের নির্বাচনী প্রচারের জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাধা দিয়েছে। যার কারণে সেই অনুষ্ঠানটি ঠিক মতো আয়োজন করা যায়নি, বেশ কিছুটা সময় বন্ধ রাখতে হয়েছে।


ঘটনাটি গেলো বৃহস্পতিবারের হলেও সংবাদমাধ্যমে এসেছে একদিন পরে। তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ছিলেন তার পূর্বসূরি বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ অনুষ্ঠান থেকে বাইডেন নির্বাচনি প্রচারের জন্য আড়াই কোটি ডলার পেয়েছেন।

ম্যানহাটনের রেডিও সিটি মিউজিক হলে ডেমোক্র্যাটিক পার্টির এ বাম্পার অনুষ্ঠান চলার সময়ই হলের বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। হলের ভেতরেও কেউ কেউ শিস বাজিয়ে ও চিৎকার করে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। অতিথিদের কারও কারও প্রতিবাদে বাধার মুখে পড়ে অনুষ্ঠানটি।

আলোচনার বিভিন্ন মুহূর্তে তাঁরা চিৎকার করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি অভিযানে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদ জানান। অনুষ্ঠানে বিক্ষোভকারীদের একজন বলে ওঠেন, ‘জো বাইডেন, আপনার জন্য লজ্জা।’ আবার একজন বিক্ষোভকারী ওবামাকেও বাক্যবানে জর্জিরিত করেন।

এখানেই শেষ নয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেও গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে শত শত বিক্ষোভকারীর প্রতিবাদের মুখে পড়ে তিন নেতার মোটরগাড়ি বহর। ২০২০ সালে নির্বাচনে যেসব তরুণ ও প্রগতিশীলরা বাইডেনকে সমর্থন দিয়েছিলেন, তাঁরা গাজা যুদ্ধে বাইডেনের প্রশাসনের নীতিতে ভীষণ ক্ষুব্ধ।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাইডেনের অনুষ্ঠানে ইসরাইলবিরোধী বিক্ষোভ

প্রকাশের সময় : ০৫:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

ফিলিস্তিন ইস্যুতে মহাবিপদে আছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হায়েনারা নৃশংশ হামলা শুরুর পর থেকে আমেরিকার ইতিহাসের অন্যতম বয়োবৃদ্ধ এই নেতার উভয় সংকটে ভুগছেন। যাকে বলে শাঁখের করাত। এদিকেও বিপদ, ওদিকেও বিপদ।

শয়তানের স্বর্গরাজ্যে হিসাবে খ্যাত ইসরাইলের প্রধান দোসর আমেরিকা দেশটির সব কিছুতেই নিলর্জ্জের মতো সমর্থন করে আসছে। শুধু তাই নয়, ইসরাইলের সামরিক শক্তির পুরোটাই আমেরিকা নিজে হাতে বানিয়েছে এবং দুই হাত খুলে এখনো অস্ত্র ও গোলাবারুদ দিয়ে যাচ্ছে।

ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু ও সমর্থক যুক্তরাষ্ট্র, গাজা যুদ্ধে গোলাবারুদ সরবরাহ, জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে বারবার ইসরাইলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব করতে গিয়ে আসল বিপদটা এখন টের পাচ্ছেন আমেরিকার নেতা জো বাইডেন। নিজ দেশেই তোপের মুখে পড়েছেন।


গাজায় বর্বরতা চালানো ইসরাইলকে ক্রমাগত সমর্থন দিয়ে যাওয়ায় নিজ দেশেই বড় চাপের মুখে পড়েছেন বাইডেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হচ্ছেন এ ডেমোক্র্যাট নেতা। তবে, ইসরাইল ইস্যুতে এবার মুসলিম আমেরিকানদের ভোট হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।

শুধু মুসলিমরাই নয়, আমেরিকার অন্যান্য ধর্মের নাগরিকরাও গাজায় যুদ্ধ বন্ধে ও ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য প্রতিদিনই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন।আমেরিকার নীতি-নির্ধারকদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছেন দেশটির শান্তিকামী মানুষেরা। দিন দিন তাদের প্রতিবাদের ভাষাও আরও জোরালো হচ্ছে।

তারই ধারাবাহিকতায় এবার, গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা নিউইয়র্কে আমেরিকার প্রেসিডেন্ট জো বিডেনের নির্বাচনী প্রচারের জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাধা দিয়েছে। যার কারণে সেই অনুষ্ঠানটি ঠিক মতো আয়োজন করা যায়নি, বেশ কিছুটা সময় বন্ধ রাখতে হয়েছে।


ঘটনাটি গেলো বৃহস্পতিবারের হলেও সংবাদমাধ্যমে এসেছে একদিন পরে। তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ছিলেন তার পূর্বসূরি বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ অনুষ্ঠান থেকে বাইডেন নির্বাচনি প্রচারের জন্য আড়াই কোটি ডলার পেয়েছেন।

ম্যানহাটনের রেডিও সিটি মিউজিক হলে ডেমোক্র্যাটিক পার্টির এ বাম্পার অনুষ্ঠান চলার সময়ই হলের বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। হলের ভেতরেও কেউ কেউ শিস বাজিয়ে ও চিৎকার করে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। অতিথিদের কারও কারও প্রতিবাদে বাধার মুখে পড়ে অনুষ্ঠানটি।

আলোচনার বিভিন্ন মুহূর্তে তাঁরা চিৎকার করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি অভিযানে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদ জানান। অনুষ্ঠানে বিক্ষোভকারীদের একজন বলে ওঠেন, ‘জো বাইডেন, আপনার জন্য লজ্জা।’ আবার একজন বিক্ষোভকারী ওবামাকেও বাক্যবানে জর্জিরিত করেন।

এখানেই শেষ নয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেও গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে শত শত বিক্ষোভকারীর প্রতিবাদের মুখে পড়ে তিন নেতার মোটরগাড়ি বহর। ২০২০ সালে নির্বাচনে যেসব তরুণ ও প্রগতিশীলরা বাইডেনকে সমর্থন দিয়েছিলেন, তাঁরা গাজা যুদ্ধে বাইডেনের প্রশাসনের নীতিতে ভীষণ ক্ষুব্ধ।

হককথা/নাছরিন