নিউইয়র্ক ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হিমায়িত মানবভ্রূণকে শিশু হিসেবে বিবেচনার রুল আলাবামা সুপ্রিম কোর্টের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭৯ বার পঠিত

কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি আইভিএফফাইল ছবি: রয়টার্স

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামার সুপ্রিম কোর্ট এক রুলে হিমায়িত মানবভ্রূণকে শিশু হিসেবে বিবেচনা করার কথা বলেছেন। একই সঙ্গে আলাবামার সুপ্রিম কোর্ট বলেছেন, দুর্ঘটনাক্রমে হিমায়িত মানবভ্রূণ নষ্ট বা ধ্বংসের জন্য ব্যক্তিকে আইনগতভাবে দায়ী করা যেতে পারে।

আলাবামার সুপ্রিম কোর্টের এই রুল প্রজনন চিকিৎসা নিয়ে যুক্তরাষ্ট্রে তর্কবিতর্কের নতুন একটি ক্ষেত্রের সূত্রপাত ঘটিয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আলাবামার বৃহত্তম হাসপাতাল কর্তৃপক্ষ ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকে তারা এমন পদক্ষেপ নিয়েছে।

বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নারীদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাবে। তবে তারা কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি আইভিএফ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সাময়িকভাবে বন্ধ রাখবে। এ ধাপে ডিম্বাণু জরায়ুতে বসানোর আগে শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয়।

অঙ্গরাজ্যটির শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রদানকারী এই কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তারা দুঃখিত যে এ সিদ্ধান্ত তাদের রোগীদের আইভিএফের মাধ্যমে সন্তান ধারণের প্রচেষ্টাকে প্রভাবিত করবে।

চিকিৎসাবিশেষজ্ঞসহ প্রজনন অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে, আদালতের এই রুল আলাবামা অঙ্গরাজ্য ও তার বাইরে বন্ধ্যত্বের চিকিৎসার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অবশ্য রক্ষণশীল গোষ্ঠীগুলো এই রুলকে স্বাগত জানিয়েছে। এই গোষ্ঠীগুলোর যুক্তি, এমনকি ক্ষুদ্রতম ভ্রূণও আইনি সুরক্ষা পাওয়ার দাবি রাখে। সূত্র : প্রথম আলো

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হিমায়িত মানবভ্রূণকে শিশু হিসেবে বিবেচনার রুল আলাবামা সুপ্রিম কোর্টের

প্রকাশের সময় : ০৬:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামার সুপ্রিম কোর্ট এক রুলে হিমায়িত মানবভ্রূণকে শিশু হিসেবে বিবেচনা করার কথা বলেছেন। একই সঙ্গে আলাবামার সুপ্রিম কোর্ট বলেছেন, দুর্ঘটনাক্রমে হিমায়িত মানবভ্রূণ নষ্ট বা ধ্বংসের জন্য ব্যক্তিকে আইনগতভাবে দায়ী করা যেতে পারে।

আলাবামার সুপ্রিম কোর্টের এই রুল প্রজনন চিকিৎসা নিয়ে যুক্তরাষ্ট্রে তর্কবিতর্কের নতুন একটি ক্ষেত্রের সূত্রপাত ঘটিয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আলাবামার বৃহত্তম হাসপাতাল কর্তৃপক্ষ ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকে তারা এমন পদক্ষেপ নিয়েছে।

বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নারীদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাবে। তবে তারা কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি আইভিএফ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সাময়িকভাবে বন্ধ রাখবে। এ ধাপে ডিম্বাণু জরায়ুতে বসানোর আগে শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয়।

অঙ্গরাজ্যটির শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রদানকারী এই কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তারা দুঃখিত যে এ সিদ্ধান্ত তাদের রোগীদের আইভিএফের মাধ্যমে সন্তান ধারণের প্রচেষ্টাকে প্রভাবিত করবে।

চিকিৎসাবিশেষজ্ঞসহ প্রজনন অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে, আদালতের এই রুল আলাবামা অঙ্গরাজ্য ও তার বাইরে বন্ধ্যত্বের চিকিৎসার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অবশ্য রক্ষণশীল গোষ্ঠীগুলো এই রুলকে স্বাগত জানিয়েছে। এই গোষ্ঠীগুলোর যুক্তি, এমনকি ক্ষুদ্রতম ভ্রূণও আইনি সুরক্ষা পাওয়ার দাবি রাখে। সূত্র : প্রথম আলো

হককথা/নাছরিন