এক বছর পর চীন-যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বৈঠক
- প্রকাশের সময় : ০৭:৪৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১০৮ বার পঠিত
হককথা ডেস্ক : দীর্ঘ এক বছর পর আবারও বৈঠকে বসেছে চীন যুক্তরাজ্যের সামরিক কর্মকর্তারা। নিজেদের মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধারে দুই দেশের কর্মকর্তারা এ বৈঠক করেছেন। পেন্টাগনের বরাতে শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পেন্টাগন জানিয়েছে, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতির এক বছর পর এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর ফলে উভয়পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
২০২২ সালের আগস্টে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বপ্রণোদিত তাইওয়ান সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে ভাটা পড়ে। এরপর গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ভিডিও টেলিকনফারেন্সে দুই দেশের মধ্যকার সম্পর্ক অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ব্রাউন অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন ও চীনের পিপলস লিবারেশন আর্মির জেনারেল লিউ ঝেনলি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন।
পেন্টাগন জানিয়েছে, দুই দেশের মধ্যকার ভুল বোঝাবুঝির কারণে যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয় এ জন্য বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ।
হককথা/নাছরিন