নিউইয়র্ক ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি এখনও সম্ভব : ব্লিঙ্কেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১১৩ বার পঠিত

আলবেনিয়া সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: রয়টার্স

হককথা ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি এখনও সম্ভব। তবে ‘খুব কঠিন’ সমস্যাগুলোর সমাধান করা হলেই এ চুক্তি বাস্তবায়ন করা যাবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, মিসর এবং ইসরায়েলের গোয়েন্দা প্রধানরা একটি চুক্তির বিষয়ে আলোচনা করেছেন। তবে গাজায় চার মাস ধরে চলমান যুদ্ধে বিরতির বিষয়ে কোনও অগ্রগতি ছাড়াই ওই বৈঠক শেষ হয়েছিল।

১০ মার্চ থেকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হবে। এর আগেই গাজায় চলমান এ সংঘাতে একটি বিরতি বিষয়ে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেছিলেন, একটি সম্ভাব্য চুক্তিতে হামাসের এর আগের প্রতিক্রিয়ায় কিছু ‘স্পষ্ট বিরোধিতার’ বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে একটি চুক্তির জন্য কাজ করার সম্ভাবনার কথা জানিয়েছিল তারা।

আলবেনিয়া সফরের সময় ওই সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা এখন কাতার, মিসর এবং ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি এবং একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আমরা আরও নিবিড়ভাবে কাজ করছি। আমার বিশ্বাস, এটি সম্ভব।’

তখন ব্লিঙ্কেন আরও বলেছিলেন, ‘এক্ষেত্রে খুব জটিল কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান করতে হবে। তবে এ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যা যা প্রয়োজন তার সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি এখনও সম্ভব : ব্লিঙ্কেন

প্রকাশের সময় : ০৮:৩২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

হককথা ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি এখনও সম্ভব। তবে ‘খুব কঠিন’ সমস্যাগুলোর সমাধান করা হলেই এ চুক্তি বাস্তবায়ন করা যাবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, মিসর এবং ইসরায়েলের গোয়েন্দা প্রধানরা একটি চুক্তির বিষয়ে আলোচনা করেছেন। তবে গাজায় চার মাস ধরে চলমান যুদ্ধে বিরতির বিষয়ে কোনও অগ্রগতি ছাড়াই ওই বৈঠক শেষ হয়েছিল।

১০ মার্চ থেকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হবে। এর আগেই গাজায় চলমান এ সংঘাতে একটি বিরতি বিষয়ে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেছিলেন, একটি সম্ভাব্য চুক্তিতে হামাসের এর আগের প্রতিক্রিয়ায় কিছু ‘স্পষ্ট বিরোধিতার’ বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে একটি চুক্তির জন্য কাজ করার সম্ভাবনার কথা জানিয়েছিল তারা।

আলবেনিয়া সফরের সময় ওই সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা এখন কাতার, মিসর এবং ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি এবং একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আমরা আরও নিবিড়ভাবে কাজ করছি। আমার বিশ্বাস, এটি সম্ভব।’

তখন ব্লিঙ্কেন আরও বলেছিলেন, ‘এক্ষেত্রে খুব জটিল কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান করতে হবে। তবে এ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যা যা প্রয়োজন তার সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’

হককথা/নাছরিন