নিউইয়র্ক ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
জুম্মা শেষে মসজিদে মসজিদে দোয়া এবং ‘জিয়া ডকুমেন্টারী’ উদ্বোধন

বাফেলোতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন

বাফেলো (নিউইয়র্ক)
  • প্রকাশের সময় : ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / ৪০ বার পঠিত

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাফেলো শহরের বিভিন্ন মসজিদে তাঁর বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় জুম্মার নামাজের পরে মহান রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা হয়েছে। গত ৩১ মে, শুক্রবার মসজিদে জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল এবং রাত ৯ ঘটিকার সময় ২৭৯ গিলফোর্ড এভিনিউয়ের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের উপর নির্মিত Major Zia : The man behind modern republic of Bnagladesh” ডকুমেন্টারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহভ এরপরে দোয়া মাহফিলের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্স অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সময়ের সাংগঠনিক সম্পাদক কামাল ইউ সাইয়েদ মোহন, বোস্টন থেকে নিউইংল্যান্ড বিএনপির সভাপতি ও বিএনপি ফরেইন এফেয়ার্স কমিটির সদস্য বদ্রে সাইয়েদ (সাইফুল)। সভায় ডকুমেন্টারি তৈরিতে সহযোগিতা করার জন্য নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক রানার সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিয়া লাইব্রেরী ডটকমের প্রেসিডেন্ট ও পিবিসি টুয়েন্টিফোর আইপি টেলিভিশনের প্রধান সম্পাদক মতিউর রহমান লিটু। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাবেক সদস্য ইমতিয়াজ বেলাল, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাবেক সদস্য আবু জাফর ফরাজী, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র সাবেক সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা।

শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল আলম, উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। উল্লেখ্য, অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়ার প্রতি সম্মান রেখে কোনো অতিথিকেই মঞ্চে বসানো হয়নি বরং এদিন সকলে সমানভাবে দর্শক সারিতে বসেছিলেন এবং দোয়া মাহফিলে সুশৃঙ্খলভাবে অংশ নেন।

আলোচনার শুরুতে শহীদ জিয়ার সাথে থাকা কিছু স্মৃতি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন বরিশাল জেলা ছাত্রদল নেতা ও বাফেলো বিএনপি নেতা মাসুম বিল্লাহর বাবা আব্দুল কুদ্দুস মিয়া। এই পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও তার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা একটি রাজনৈতিক দাবি প্রস্তাবাকারে তুলে ধরেন। গত কয়েক বছরের ব্যবধানে নিউইয়র্ক ষ্টেটের বাফেলো শহরে লক্ষাধিক বাংলাদেশীদের বসতভূমি হিসাবে গড়ে ওঠায় কেন্দ্রের অনুমতিক্রমে ‘নিউইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট’ নামে একটি কমিটি গঠন করার। টেলিকনফারেন্সে অংশ নেয়া অতিথিবৃন্দ প্রস্তাবিত দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেন।

সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন হয়ে থাকে আর তাই ‘নিউইয়র্ক ষ্টেট বিএনপি ওয়েস্ট’ গঠনের দাবিকে যৌক্তিক এবং সময়োপযোগী বলে মন্তব্য করে দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা সরোয়ার আরিফ। দাবি আদায় হওয়া পর্যন্ত তিনি সর্বাত্বকভাবে সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন।

নিউইয়র্ক ষ্টেট বিএনপি ওয়েস্ট গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইমতিয়াজ বেলাল, ব্রুকলীন বিএনপি’র সাবেক সভাপতি ও বাফেলো বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, নিউইয়র্ক মহানগর বিএনপি’র সাবেক সদস্য আবু জাফর ফরাজী, বাফেলো বিএনপি’র সাবেক আহবায়ক মুন্সি সাজেদুর রহমান টেন্টু, সিটি হলে কর্মরত বাংলাদেশী কর্মকর্তা ও দোল্লাই নবাবপুর ডিগ্রি কলেজ (কুমিল্লা)-এর সাবেক ভিপি জাভেদ মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সৈয়দ ঝিলু, সিলেট জেলা ছাত্রদল নেতা ফোকর উদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাফেলো বিনেপি নেতা ও বরিশাল জেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কুয়েত যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন, জাঈদ বিশ্বাস, মাকসুদুর রহমান টিটু, সিয়াম আহাম্মেদ, মোহাম্মদ রাকিব, পুনম সায়ীদ, মনির আহসান, সৈয়দ তামজীদ, সোলাইমান হোসেন, কাজী আর করিম, হানিফ বেপারী, মোহাম্মদ শরীফ, আলমগীর হোসেন, তৌহিদুল ইসলাম রাফি, আব্দুল মোতালেব, জামাল উদ্দিন, আব্দুল আলিম, আব্দুল আজিজ, মাওলানা সালাহ উদ্দিন, মাহমুদুল হাসান, মোহাম্মদ রিপন, উজ্জ্বল, মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে নিউইয়র্ক ষ্টেট বিএনপি ওয়েস্ট এর তত্ত্ববধানে নির্মিত ‘Major Zia : The man behind modern republic of Bangladesh” ডকুমেন্টারিটি প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে প্রদর্শিত হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। – পিবিসি নিউজ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জুম্মা শেষে মসজিদে মসজিদে দোয়া এবং ‘জিয়া ডকুমেন্টারী’ উদ্বোধন

বাফেলোতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশের সময় : ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাফেলো শহরের বিভিন্ন মসজিদে তাঁর বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় জুম্মার নামাজের পরে মহান রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা হয়েছে। গত ৩১ মে, শুক্রবার মসজিদে জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল এবং রাত ৯ ঘটিকার সময় ২৭৯ গিলফোর্ড এভিনিউয়ের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের উপর নির্মিত Major Zia : The man behind modern republic of Bnagladesh” ডকুমেন্টারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহভ এরপরে দোয়া মাহফিলের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্স অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সময়ের সাংগঠনিক সম্পাদক কামাল ইউ সাইয়েদ মোহন, বোস্টন থেকে নিউইংল্যান্ড বিএনপির সভাপতি ও বিএনপি ফরেইন এফেয়ার্স কমিটির সদস্য বদ্রে সাইয়েদ (সাইফুল)। সভায় ডকুমেন্টারি তৈরিতে সহযোগিতা করার জন্য নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক রানার সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিয়া লাইব্রেরী ডটকমের প্রেসিডেন্ট ও পিবিসি টুয়েন্টিফোর আইপি টেলিভিশনের প্রধান সম্পাদক মতিউর রহমান লিটু। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাবেক সদস্য ইমতিয়াজ বেলাল, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাবেক সদস্য আবু জাফর ফরাজী, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র সাবেক সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা।

শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল আলম, উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। উল্লেখ্য, অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়ার প্রতি সম্মান রেখে কোনো অতিথিকেই মঞ্চে বসানো হয়নি বরং এদিন সকলে সমানভাবে দর্শক সারিতে বসেছিলেন এবং দোয়া মাহফিলে সুশৃঙ্খলভাবে অংশ নেন।

আলোচনার শুরুতে শহীদ জিয়ার সাথে থাকা কিছু স্মৃতি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন বরিশাল জেলা ছাত্রদল নেতা ও বাফেলো বিএনপি নেতা মাসুম বিল্লাহর বাবা আব্দুল কুদ্দুস মিয়া। এই পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও তার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা একটি রাজনৈতিক দাবি প্রস্তাবাকারে তুলে ধরেন। গত কয়েক বছরের ব্যবধানে নিউইয়র্ক ষ্টেটের বাফেলো শহরে লক্ষাধিক বাংলাদেশীদের বসতভূমি হিসাবে গড়ে ওঠায় কেন্দ্রের অনুমতিক্রমে ‘নিউইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট’ নামে একটি কমিটি গঠন করার। টেলিকনফারেন্সে অংশ নেয়া অতিথিবৃন্দ প্রস্তাবিত দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেন।

সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন হয়ে থাকে আর তাই ‘নিউইয়র্ক ষ্টেট বিএনপি ওয়েস্ট’ গঠনের দাবিকে যৌক্তিক এবং সময়োপযোগী বলে মন্তব্য করে দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা সরোয়ার আরিফ। দাবি আদায় হওয়া পর্যন্ত তিনি সর্বাত্বকভাবে সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন।

নিউইয়র্ক ষ্টেট বিএনপি ওয়েস্ট গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইমতিয়াজ বেলাল, ব্রুকলীন বিএনপি’র সাবেক সভাপতি ও বাফেলো বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, নিউইয়র্ক মহানগর বিএনপি’র সাবেক সদস্য আবু জাফর ফরাজী, বাফেলো বিএনপি’র সাবেক আহবায়ক মুন্সি সাজেদুর রহমান টেন্টু, সিটি হলে কর্মরত বাংলাদেশী কর্মকর্তা ও দোল্লাই নবাবপুর ডিগ্রি কলেজ (কুমিল্লা)-এর সাবেক ভিপি জাভেদ মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সৈয়দ ঝিলু, সিলেট জেলা ছাত্রদল নেতা ফোকর উদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাফেলো বিনেপি নেতা ও বরিশাল জেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কুয়েত যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন, জাঈদ বিশ্বাস, মাকসুদুর রহমান টিটু, সিয়াম আহাম্মেদ, মোহাম্মদ রাকিব, পুনম সায়ীদ, মনির আহসান, সৈয়দ তামজীদ, সোলাইমান হোসেন, কাজী আর করিম, হানিফ বেপারী, মোহাম্মদ শরীফ, আলমগীর হোসেন, তৌহিদুল ইসলাম রাফি, আব্দুল মোতালেব, জামাল উদ্দিন, আব্দুল আলিম, আব্দুল আজিজ, মাওলানা সালাহ উদ্দিন, মাহমুদুল হাসান, মোহাম্মদ রিপন, উজ্জ্বল, মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে নিউইয়র্ক ষ্টেট বিএনপি ওয়েস্ট এর তত্ত্ববধানে নির্মিত ‘Major Zia : The man behind modern republic of Bangladesh” ডকুমেন্টারিটি প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে প্রদর্শিত হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। – পিবিসি নিউজ।