নিউইয়র্ক ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
‘বাংলাদেশে তাঁর মতো মহৎ আর মহান নেতার প্রয়োজন’

ব্রঙ্কসে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / ১৩৩ বার পঠিত

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে ব্রঙ্কস বিএনপি। গত ১ জুন শনিবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটির’র উদ্যোগে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। গেস্ট অফ অনার ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন।

নিউইর্ক ষ্টেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান শাহ্ রনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ বাবর উদ্দীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা বিএপির উপদেষ্টা এম এ বাতেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা মাহমুদা সুলতানা শিরিন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ, যুক্তরাষ্ট্র-এর সভাপতি শাহাদাত হোসেন রাজু এবং নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র মিডিয়া সেলের আহবায়ক সৌয়দ গাউসুল হোসেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

বিএনপি নেতা মাঈন উদ্দিন নটু ও শরীফ হোসেন নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ হাফিজুর কহমান, আক্তারুজ্জামান হ্যাপী, কৃষিবিদ সোলেমান, মোহাম্মদ ফুল মিয়া, মোঃ নুরুল ইসলাম, আবুবকর ছিদ্দিক, শেখ আনছার আলী প্রমুখ।

অনুষ্ঠানে কামরুল হাছান, মোমতাজ উদ্দিন, রোজি আক্তার, আশ্রাফ হোসেন, মোহাম্মদ খালেক, তোফাজ্জল হোসেন তোতা মেম্বর, মোহাম্মদ সামিম, মোহাম্মদ বাদলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের আরো নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আব্দুল লতিফ সম্রাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা। ছিলেন বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন, নিজের জন্য বা পরিবারের জন্য নয়। বাংলাদেশ যতদিন থাকতে ততদিন তিনি বাংলাদেশীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বাংলাদেশে তাঁর মতো মহৎ আর মহান নেতার প্রয়োজন।

মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার জনপ্রিয়তায় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেন। তাঁকে হারিয়ে জাতি একজন দেশ প্রেমিক, সৎ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর রাজনীতিই দেশের চলমান সঙ্কট থেকে জাতিকে রক্ষা করতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগের দু:শাসন থেকে জাতিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এজন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মী সহ দেশ প্রেমিক সকল নাগরিকের ঐক্য প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এজন্য দেশ ও প্রবাসে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।

সবশেষে পরে তবারক বিতরণ করা হয়। এদিন পাঁচ শতাধিক লোকের মাঝে তবারক বিতরণ করা হয় বলে জানান সভার সভাপতি ইমরান শাহ্ রন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘বাংলাদেশে তাঁর মতো মহৎ আর মহান নেতার প্রয়োজন’

ব্রঙ্কসে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশের সময় : ০২:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে ব্রঙ্কস বিএনপি। গত ১ জুন শনিবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটির’র উদ্যোগে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। গেস্ট অফ অনার ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন।

নিউইর্ক ষ্টেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান শাহ্ রনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ বাবর উদ্দীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা বিএপির উপদেষ্টা এম এ বাতেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা মাহমুদা সুলতানা শিরিন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ, যুক্তরাষ্ট্র-এর সভাপতি শাহাদাত হোসেন রাজু এবং নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র মিডিয়া সেলের আহবায়ক সৌয়দ গাউসুল হোসেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

বিএনপি নেতা মাঈন উদ্দিন নটু ও শরীফ হোসেন নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ হাফিজুর কহমান, আক্তারুজ্জামান হ্যাপী, কৃষিবিদ সোলেমান, মোহাম্মদ ফুল মিয়া, মোঃ নুরুল ইসলাম, আবুবকর ছিদ্দিক, শেখ আনছার আলী প্রমুখ।

অনুষ্ঠানে কামরুল হাছান, মোমতাজ উদ্দিন, রোজি আক্তার, আশ্রাফ হোসেন, মোহাম্মদ খালেক, তোফাজ্জল হোসেন তোতা মেম্বর, মোহাম্মদ সামিম, মোহাম্মদ বাদলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের আরো নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আব্দুল লতিফ সম্রাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা। ছিলেন বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন, নিজের জন্য বা পরিবারের জন্য নয়। বাংলাদেশ যতদিন থাকতে ততদিন তিনি বাংলাদেশীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বাংলাদেশে তাঁর মতো মহৎ আর মহান নেতার প্রয়োজন।

মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার জনপ্রিয়তায় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেন। তাঁকে হারিয়ে জাতি একজন দেশ প্রেমিক, সৎ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর রাজনীতিই দেশের চলমান সঙ্কট থেকে জাতিকে রক্ষা করতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগের দু:শাসন থেকে জাতিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এজন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মী সহ দেশ প্রেমিক সকল নাগরিকের ঐক্য প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এজন্য দেশ ও প্রবাসে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।

সবশেষে পরে তবারক বিতরণ করা হয়। এদিন পাঁচ শতাধিক লোকের মাঝে তবারক বিতরণ করা হয় বলে জানান সভার সভাপতি ইমরান শাহ্ রন।