নিউইয়র্ক ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিয়ে করেছেন জোড়া লাগা ২ বোন, স্বামী কে জানেন?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / ৮১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তবে তাদের স্বামী একজনই। যুক্তরাষ্ট্রের সাময়িকী পিপল ম্যাগাজিন জানিয়েছে, এই দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের সেনা সদস্য জোশ বোলিংকে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত জোড়া মাথার যমজ বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল মিনেসোটার বাসিন্দা।

তারা বর্তমান শিক্ষকতা পেশায় আছেন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। হৃত্‍পিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলি আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

১৯৯০ সালে জন্মগ্রহণ করা এই যমজ বোনের বাবার নাম প্যাটি ও মায়ের নাম মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা।

১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কাভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি। সূত্র : ঢাকা পোস্ট

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিয়ে করেছেন জোড়া লাগা ২ বোন, স্বামী কে জানেন?

প্রকাশের সময় : ০৫:৩১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তবে তাদের স্বামী একজনই। যুক্তরাষ্ট্রের সাময়িকী পিপল ম্যাগাজিন জানিয়েছে, এই দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের সেনা সদস্য জোশ বোলিংকে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত জোড়া মাথার যমজ বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল মিনেসোটার বাসিন্দা।

তারা বর্তমান শিক্ষকতা পেশায় আছেন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। হৃত্‍পিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলি আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

১৯৯০ সালে জন্মগ্রহণ করা এই যমজ বোনের বাবার নাম প্যাটি ও মায়ের নাম মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা।

১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কাভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি। সূত্র : ঢাকা পোস্ট

হককথা/নাছরিন