বিজ্ঞাপন :
১২ মার্চ রোববার থেকে যুক্তরাষ্ট্রে ‘ডেলাইট সেভিং টাইম’ শুরু
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
- / ১৪২৩ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবার চালু হচ্ছে ‘ডেলাইট সেভিং টাইম’ (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতি। এই রীতি অনুযায়ী ১২ মার্চ রোববার থেকে নিউইয়র্ক সময় রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টা করে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশে রোববার বেলা ১টার সময় যুক্তরাষ্ট্রের ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাবে। ফলে নিউইয়র্কে যখন রাত ২টা হবে তখন বাংলাদেশের সময় হবে বেলা ১২টা।
এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের জনগণ ঘড়ির কাঁটা এগিয়ে বা পিছিয়ে না নেয়ার পক্ষে ইতোমধ্যে দরখাস্ত দিয়েছে। অন্যদিকে আরিজোনা, হাওয়াই, পর্টোরিকো, গুয়াম ও ভার্জিন আইল্যান্ড এ কর্মসূচির অন্তর্ভুক্ত নয়।
সূর্যের আলোকে কাজে লাগানোর এ রীতি অব্যাহত থাকবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। ৫ নভেম্বর রোববার ভোর রাতে ঘড়ির কাঁটা আবার এক ঘণ্টা পিছিয়ে স্ট্যান্ডার্ড টাইমটেবল শুরু হবে।