নিউইয়র্ক ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হোয়াইট হাউস দখলে মরিয়া ট্রাম্প, কৌশলী বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / ৪৪ বার পঠিত

ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যকে পুঁজি করে এগোতে চান বাইডেন। আর ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি দাবি করে ‘ট্রাম্প ঠেকাও’ প্রচারণায় মাঠে নামছেন বাইডেন সমর্থকরা। অন্যদিকে ট্রাম্প প্রচার শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাম্প জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যবসায়িক পরিবারে জন্ম তার। বিত্ত-বৈভব আর ঐশ্বর্যের মধ্যে থেকে বড় হয়ে পিতার ব্যবসার হাল ধরেন। পরবর্তীতে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন ব্যবসায়ী ও টিভি সেলিব্রেটি হিসেবে। এক সময় নাম লেখান রাজনীতিতে।

আর এসেই রাজনীতির মাঠ দাপিয়ে আসীন হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সর্বোচ্চ পদে। বিদ্বেষ আর আক্রমণাত্মক কথা বলে বেশ দাপটের সঙ্গে ২০১৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও, ওই আচরণই তাকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে দেয়নি। তবে বদলাননি ট্রাম্প, ২০২৪ সালের আসন্ন নির্বাচনেও কাউকে পরোয়া না করার নিজের পুরনো স্বভাব আর আক্রমণাত্মক কথা চালু রেখেছেন তিনি।

আর নির্বাচনী কৌশল হিসেবে এবারও ট্রাম্পের এই আচরণেরই সুযোগ নিচ্ছে বিরোধী শিবির। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দল ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে তুলে ধরছে আমেরিকানিদের কাছে।

সম্প্রতি ট্রাম্পের শেয়ার করা এক ভিডিওতে ট্রাকের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বেঁধে রাখার ছবির বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এদিকে ঘুষের মামলায় নিউইয়র্কের একটি আদালতের বিচারক জুয়ান মারকানকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প।

তিনি ওই বিচারকের মেয়েকে ইঙ্গিত করে বলেন, তিনি ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবিরের সঙ্গে জড়িত। ক্যালিফোর্নিয়ার আদালতের অবসরপ্রাপ্ত বিচারক লাডোরিস কর্ডেল বলেন, তার দুই দশকের বিচারিক জীবনে হাজারো শুনানিতে বিবাদী কাউকে ট্রাম্পের মতো আইনি ব্যবস্থার প্রতি এমন অসম্মান করতে দেখেননি।

ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে প্রচারণার ঢাল হিসেবে ব্যবহার করছে ডেমোক্র্যাটিক পার্টি। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সাত মাস আগেই কয়েকটি ‘ব্যাটলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যে বা সুইং স্টেটে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ধরেও ফেলছেন বাইডেন। অথচ কয়েক মাস আগেও ওইসব অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে পিছিয়ে ছিলেন বাইডেন।

ডেমোক্র্যাট রাজনীতিবিদরা মনে করছেন, ভোটের মাঠ পরিবর্তিত হয়ে বাইডেনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক ১০টি জাতীয় জরিপে বাইডেনই এগিয়ে আছেন। জরিপে অংশ নেয়া বাইডেনের অর্ধেকের বেশি ভোটাররা বলেছেন, তারা ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে দৃঢ় প্রত্যয়ী। সূত্র : সময় নিউজ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউস দখলে মরিয়া ট্রাম্প, কৌশলী বাইডেন

প্রকাশের সময় : ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যকে পুঁজি করে এগোতে চান বাইডেন। আর ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি দাবি করে ‘ট্রাম্প ঠেকাও’ প্রচারণায় মাঠে নামছেন বাইডেন সমর্থকরা। অন্যদিকে ট্রাম্প প্রচার শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাম্প জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যবসায়িক পরিবারে জন্ম তার। বিত্ত-বৈভব আর ঐশ্বর্যের মধ্যে থেকে বড় হয়ে পিতার ব্যবসার হাল ধরেন। পরবর্তীতে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন ব্যবসায়ী ও টিভি সেলিব্রেটি হিসেবে। এক সময় নাম লেখান রাজনীতিতে।

আর এসেই রাজনীতির মাঠ দাপিয়ে আসীন হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সর্বোচ্চ পদে। বিদ্বেষ আর আক্রমণাত্মক কথা বলে বেশ দাপটের সঙ্গে ২০১৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও, ওই আচরণই তাকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে দেয়নি। তবে বদলাননি ট্রাম্প, ২০২৪ সালের আসন্ন নির্বাচনেও কাউকে পরোয়া না করার নিজের পুরনো স্বভাব আর আক্রমণাত্মক কথা চালু রেখেছেন তিনি।

আর নির্বাচনী কৌশল হিসেবে এবারও ট্রাম্পের এই আচরণেরই সুযোগ নিচ্ছে বিরোধী শিবির। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দল ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে তুলে ধরছে আমেরিকানিদের কাছে।

সম্প্রতি ট্রাম্পের শেয়ার করা এক ভিডিওতে ট্রাকের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বেঁধে রাখার ছবির বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এদিকে ঘুষের মামলায় নিউইয়র্কের একটি আদালতের বিচারক জুয়ান মারকানকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প।

তিনি ওই বিচারকের মেয়েকে ইঙ্গিত করে বলেন, তিনি ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবিরের সঙ্গে জড়িত। ক্যালিফোর্নিয়ার আদালতের অবসরপ্রাপ্ত বিচারক লাডোরিস কর্ডেল বলেন, তার দুই দশকের বিচারিক জীবনে হাজারো শুনানিতে বিবাদী কাউকে ট্রাম্পের মতো আইনি ব্যবস্থার প্রতি এমন অসম্মান করতে দেখেননি।

ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে প্রচারণার ঢাল হিসেবে ব্যবহার করছে ডেমোক্র্যাটিক পার্টি। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সাত মাস আগেই কয়েকটি ‘ব্যাটলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যে বা সুইং স্টেটে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ধরেও ফেলছেন বাইডেন। অথচ কয়েক মাস আগেও ওইসব অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে পিছিয়ে ছিলেন বাইডেন।

ডেমোক্র্যাট রাজনীতিবিদরা মনে করছেন, ভোটের মাঠ পরিবর্তিত হয়ে বাইডেনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক ১০টি জাতীয় জরিপে বাইডেনই এগিয়ে আছেন। জরিপে অংশ নেয়া বাইডেনের অর্ধেকের বেশি ভোটাররা বলেছেন, তারা ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে দৃঢ় প্রত্যয়ী। সূত্র : সময় নিউজ।