হোয়াইট হাউসে ‘টপলেস’ হয়ে ভিডিও ধারণ, তিন অতিথি নিষিদ্ধ

- প্রকাশের সময় : ১২:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৮৯ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসে আয়োজিত একটি অনুষ্ঠানে তিন অতিথিকে নিষিদ্ধ করা হয়েছে। টপলেস হয়ে ভিডিও ধারণ করায় তাদের এই শাস্তি দেওয়া হয়। তারা ভবিষ্যতে হোয়াইট হাউসের কোনো অনুষ্ঠানেও অংশগ্রহন করতে পারবে না। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এই আচরণকে অন্যদের কাছে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অন্যায়’ বলে বর্ণনা করেছেন। নিষিদ্ধ হওয়া ব্যক্তিদের একজন রোজ মন্টোয়া। তিনি একজন প্রভাবশালী ট্রান্স নারী এবং উকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে টপলেস হওয়ার ভিডিও পোস্ট করার পর তিনি নিষিদ্ধ হন।
এর জবাবে মন্টোয়া বলেন, ওয়াশিংটনে টপলেস হওয়া বৈধ এবং অশ্লীল হওয়ার তার কোন ইচ্ছা ছিল না। মন্টোয়া হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে টপলেস হওয়ার সেই মুহূর্ত রয়েছে। ভিডিওতে তিনি টপলেস হয়ে বুকে হাত রেখে অন্য শার্টবিহীন দুই ট্রান্স পুরুষের পাশে দাড়িয়ে ছিলেন। ওই সময় ক্যামেরার অন্য পাশে দাড়ানো একজন বলছে, ‘আমরা কি হোয়াইট হাউসে টপলেস?’ মন্টোয়ার ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে বক্তব্য দিতে মন্টোয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জিন-পিয়েরে মঙ্গলবার বলেছেন, ‘এটি অনুষ্ঠানে উপস্থিত শত শত অংশগ্রহণকারীর প্রতি অন্যায় ছিল। যারা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটি উদযাপন করছিল।’
তিনি আরো বলেন, ‘এই আচরণ হোয়াইট হাউসের যেকোনো অনুষ্ঠানের জন্য অনুপযুক্ত এবং অসম্মানজনক। সেখানে উপস্থিত এলজিপিটি পরিবার বা অন্যান্য শত শত অতিথি, যাদের জন্য আমরা এই অনুষ্ঠান আয়োজন করছি তার প্রতিফলন নয়।ভিডিওতে থাকা ব্যক্তিদের ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হবে না।’ অনলাইনে প্রতিক্রিয়ার জানানোর পর মন্টোয়া একটি টিকটক ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি প্রশ্ন করেছেন, ‘কেন তার খোলা বুককে এখন কেউ কেউ অশোভন হিসেবে দেখছে? ট্রান্সজেন্ডার নারী হওয়ার আগে তো এমনটা হতো না।’
আরোও পড়ুন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে চীনের প্রতিক্রিয়া
তিনি বলেন, ‘আমার পুরুষ ট্রান্সজেন্ডার বন্ধুরা তাদের অস্ত্রোপচারের দাগ দেখাচ্ছিল এবং আনন্দে ছিল। আমি তাদের সঙ্গে যোগ দিতে চেয়েছিলাম। যেহেতু এটি পুরোপুরি ওয়াশিংটন ডিসির আইনের মধ্যে, তাই আমি তাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই এবং আমি আমার স্তন ঢেকে রেখে ছিলাম।’ ওই ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল ‘ফ্রি দ্য নিপল’। তিনি ক্যাপশনে আরো উল্লেখ করেন, আমি কেবল আমার আনন্দ উপভোগ করছিলাম এবং আমার সত্য, আমার শরীরে বিদ্যমান ছিলাম।’অনুষ্ঠানে শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। হোয়াইট হাউস জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়ে আয়োজিত সবচেয়ে বড় প্রাইড পার্টি ছিল। সূত্র : বিবিসি
সুমি/হককথা