নিউইয়র্ক ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সারা বিশ্বে গণতন্ত্র সংকটে: বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • / ৬১ বার পঠিত

হককথা ডেস্ক : সারা বিশ্বে গণতন্ত্র সংকটে বলে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে দুদিনের এ ভার্চুয়াল সম্মেলন শুরু হয়।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, ওই সম্মেলনে চীন ও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। গণতান্ত্রিক দেশ হয়েও সম্মেলনে ডাক পায়নি বাংলাদেশ।

সম্মেলনে বিশ্বের ১১০ দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। সেখানে প্রথম বক্তৃতা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, পুরো বিশ্বেই সংকটে গণতন্ত্র। বহু দেশে গণতন্ত্রের বিপরীত রাজনীতি শুরু হয়েছে। যে সব দেশে এখনো গণতন্ত্র আছে, তাদের উচিত গণতন্ত্রকে রক্ষা করা এবং অন্যদের প্রভাবিত করার চেষ্টা করা।

বাইডেনের কথায়, ‘গণতন্ত্র হঠাৎ করে আসেনি। দীর্ঘদিনের লড়াইয়ের ফসল গণতন্ত্র। পরবর্তী প্রজন্মের কাছেও তা পৌঁছে দিতে হবে।’

গণতন্ত্রের এ সম্মেলনে ১১০ দেশের প্রতিনিধি আমন্ত্রিত থাকলেও রাশিয়া ও চীনের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই বিতর্কের মধ্যেই চীন একই সময়ে আরও একটি সম্মেলনের আয়োজন করেছে। পৃথিবীর ১২০ দেশ থেকে গবেষক, অধ্যাপকদের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। তারাও গণতন্ত্র নিয়ে আলোচনা করছেন।

জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎসও গণতন্ত্র রক্ষা নিয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। ওলাফ বলেন, গণতন্ত্র এক সংকটের সামনে দাঁড়িয়ে আছে। তাকে রক্ষা করার দায়িত্ব সকলের। গোটা বিশ্ব জুড়েই দক্ষণিপন্থী জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। বাড়ছে ঘৃণা-বিদ্বেষ। একমাত্র গণতন্ত্রই এর বিরুদ্ধে লড়াই করতে পারে।

গণতন্ত্রের পক্ষে বহু দেশের প্রতিনিধি আলোচনা করলেও কেন চীন ও রাশিয়াকে এ আলোচনায় আহ্বান জানানো হলো না, তা নিয়ে কূটনৈতিক মহলে বিতর্ক শুরু হয়ে গেছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সারা বিশ্বে গণতন্ত্র সংকটে: বাইডেন

প্রকাশের সময় : ০৮:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

হককথা ডেস্ক : সারা বিশ্বে গণতন্ত্র সংকটে বলে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে দুদিনের এ ভার্চুয়াল সম্মেলন শুরু হয়।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, ওই সম্মেলনে চীন ও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। গণতান্ত্রিক দেশ হয়েও সম্মেলনে ডাক পায়নি বাংলাদেশ।

সম্মেলনে বিশ্বের ১১০ দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। সেখানে প্রথম বক্তৃতা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, পুরো বিশ্বেই সংকটে গণতন্ত্র। বহু দেশে গণতন্ত্রের বিপরীত রাজনীতি শুরু হয়েছে। যে সব দেশে এখনো গণতন্ত্র আছে, তাদের উচিত গণতন্ত্রকে রক্ষা করা এবং অন্যদের প্রভাবিত করার চেষ্টা করা।

বাইডেনের কথায়, ‘গণতন্ত্র হঠাৎ করে আসেনি। দীর্ঘদিনের লড়াইয়ের ফসল গণতন্ত্র। পরবর্তী প্রজন্মের কাছেও তা পৌঁছে দিতে হবে।’

গণতন্ত্রের এ সম্মেলনে ১১০ দেশের প্রতিনিধি আমন্ত্রিত থাকলেও রাশিয়া ও চীনের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই বিতর্কের মধ্যেই চীন একই সময়ে আরও একটি সম্মেলনের আয়োজন করেছে। পৃথিবীর ১২০ দেশ থেকে গবেষক, অধ্যাপকদের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। তারাও গণতন্ত্র নিয়ে আলোচনা করছেন।

জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎসও গণতন্ত্র রক্ষা নিয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। ওলাফ বলেন, গণতন্ত্র এক সংকটের সামনে দাঁড়িয়ে আছে। তাকে রক্ষা করার দায়িত্ব সকলের। গোটা বিশ্ব জুড়েই দক্ষণিপন্থী জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। বাড়ছে ঘৃণা-বিদ্বেষ। একমাত্র গণতন্ত্রই এর বিরুদ্ধে লড়াই করতে পারে।

গণতন্ত্রের পক্ষে বহু দেশের প্রতিনিধি আলোচনা করলেও কেন চীন ও রাশিয়াকে এ আলোচনায় আহ্বান জানানো হলো না, তা নিয়ে কূটনৈতিক মহলে বিতর্ক শুরু হয়ে গেছে।