নিউইয়র্ক ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক শিরীনের হত্যাকারীদের চিহ্নিত করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ৪৫ বার পঠিত

হককথা ডেস্ক : আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যায় জড়িতদের চিহ্নিত করে তাদের অভিযুক্ত করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সবগুলো তদন্তেই ইসরাইলি বাহিনীর দিকে আঙ্গুল তোলা হয়েছে। গত ১১ই মে ফিলিস্তিনের জেনিন শহরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিরীন। এরপর থেকেই তার মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করে আসছে আল-জাজিরা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ নিয়ে জো বাইডেন শুক্রবার বলেন, শিরীনের মৃত্যুর জন্য দায়ীদের অভিযুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের সর্বত্র গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেও কাজ করবে তারা।
এর আগে বেথেলহেমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন বাইডেন। বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। সেখানেই যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বাইডেন। যদিও এতে ইসরাইলকে দায়ী করে কিছু বলেননি বাইডেন। তিনি বলেন, শিরীন একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
ফিলিস্তিনি হিসেবেও গর্বিত ছিলেন তিনি। আমি আশা করি, তার পথ ধরে অনেক তরুণ সাংবাদিকতাতে পেশা হিসেবে বেছে নেবে এবং সত্য উদঘাটনে কাজ করবে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাংবাদিক শিরীনের হত্যাকারীদের চিহ্নিত করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

প্রকাশের সময় : ১২:৫৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

হককথা ডেস্ক : আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যায় জড়িতদের চিহ্নিত করে তাদের অভিযুক্ত করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সবগুলো তদন্তেই ইসরাইলি বাহিনীর দিকে আঙ্গুল তোলা হয়েছে। গত ১১ই মে ফিলিস্তিনের জেনিন শহরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিরীন। এরপর থেকেই তার মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করে আসছে আল-জাজিরা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ নিয়ে জো বাইডেন শুক্রবার বলেন, শিরীনের মৃত্যুর জন্য দায়ীদের অভিযুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের সর্বত্র গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেও কাজ করবে তারা।
এর আগে বেথেলহেমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন বাইডেন। বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। সেখানেই যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বাইডেন। যদিও এতে ইসরাইলকে দায়ী করে কিছু বলেননি বাইডেন। তিনি বলেন, শিরীন একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
ফিলিস্তিনি হিসেবেও গর্বিত ছিলেন তিনি। আমি আশা করি, তার পথ ধরে অনেক তরুণ সাংবাদিকতাতে পেশা হিসেবে বেছে নেবে এবং সত্য উদঘাটনে কাজ করবে।
হককথা/এমউএ