নিউইয়র্ক ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রেকর্ডসংখ্যক আগাম ভোট : নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৪৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৩৫ বার পঠিত

হককথা ডেস্ক: বহুল আলোচিত এবারের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আগাম ভোট শেষ হয়েছে রোববার। আজ ৪ নভেম্বর মঙ্গলবার মূল ভোটগ্রহণ হবে। সিটির ৫ বরোর বিভিন্ন কেন্দ্রে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত একটা ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সোমবার পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানী এগিয়ে রয়েছেন। এ অবস্থায় মামদানীর বিরুদ্ধে মাঠে নেমেছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মামদানীকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছেন।
মামদানীর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: রোববার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মামদানী ‘কমিউনিস্ট’। তিনি একজন সমাজতান্ত্রিকের থেকেও বেশি খারাপ। ট্রাম্পের দাবি, আমাদের একজন কমিউনিস্ট আছেন, তার বয়স ৩৩ বছর। তিনি কিছুই জানেন না। সম্ভবত জীবনে এক দিনও কাজ করেননি। মামদানীকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, জোহরান জিতলে নিউইয়র্কের জন্য তা সমস্যার হবে। মামদানী জিতলে নিউইয়র্কের তহবিল কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘আমি নিউইয়র্কে খুব বেশি টাকা পাঠাব না। আমরা আমাদের একটি মহান শহরকে ধ্বংস হতে দেব না। আমরা একে মহান করে তুলব। আমরা প্রায় ৩০ দিনের মধ্যে অপরাধ পরিষ্কার করব।’
ওয়াশিংটনের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, মাত্র ১২ দিনে শহর পরিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই এই শহরগুলোতে অনেকটা এগিয়েছি। আমরা এর বিরোধিতা পছন্দ করি না। কেউ নিউইয়র্কের কমিউনিস্ট মেয়র হলে তা ভুল করে হবে।’ সস্তায় খাদ্য, বস্ত্র এবং বাসস্থান নিউইয়র্কের বাসিন্দাদের জন্য- এ তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান। শনিবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেন মামদানীকে। জিতলে তাকে পরামর্শ দেওয়ার জন্য পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ওবামা। মামদানীর মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।
জরিপে এগিয়ে মামদানী: ভারতীয় বংশোদ্ভূত মা-বাবার সন্তান ও উগান্ডায় জন্মানো মামদানী একজন মুসলিম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত অ্যান্ড্রু কুওমোর তুলনায় অনেকটাই এগিয়ে আছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানীর কাছে হেরে যাওয়ার পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুওমো। গত বৃহস্পতিবার প্রকাশিত এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিল জরিপে দেখা গেছে, মামদানী নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে। জোহরানের প্রতি সমর্থন ৫০ শতাংশ, কুওমোর ২৫ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্ল্লিওয়া কুওমোর থেকে চার পয়েন্ট পিছিয়ে, সমর্থন ২১ শতাংশ। ৪ শতাংশ ভোটার সিদ্ধান্তে পৌঁছায়নি। জোহরানের সমর্থন গত মাসের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কুওমোর সমর্থন কমেছে ৩ শতাংশ, আর স্ল্লিওয়ার সমর্থন বেড়েছে ১১ শতাংশ। জরিপটি ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয়।
জোহরান বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমর্থন বৃদ্ধিতে সক্ষম হয়েছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন গত মাসে ৫০ শতাংশ থেকে বেড়ে ৭১ শতাংশ হয়েছে। ৫০ বছরের নিচের ভোটারের মধ্যে ৬৯ শতাংশ তাকে সমর্থন করছেন, ৫০ বছরের বেশি বয়সিদের মধ্যে সমর্থন যথাক্রমে জোহরান ৩৭ শতাংশ, কুওমো ৩১ শতাংশ, স্ল্লিওয়া ২৮ শতাংশ। মারিস্ট নিউইয়র্ক সিটি জরিপে দেখা যায়, জোহরান কুওমোর চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে, আর স্ল্লিওয়ার তুলনায় ৩২ পয়েন্টে এগিয়ে। সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ জোহরানের পক্ষে, ৩২ শতাংশ কুওমোর এবং ১৬ শতাংশ স্ল্লিওয়ার পক্ষে। জরিপটি ২৪-২৮ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়। নিউইয়র্কে মেয়র নির্বাচনের ঠিক আগে ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী একটি অংশের সমর্থন পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মামদানী। তবে এই সমর্থনকে কেন্দ্র করে সম্প্রদায়টির নেতাদের মধ্যে বিভক্তিও প্রকাশ্যে এসেছে। ঐ গোষ্ঠীর শীর্ষস্থানীয় কয়েক জন নেতা কুওমোকে সমর্থনের কথা জানিয়েছেন।
রেকর্ডসংখ্যক আগাম ভোট: মেয়র নির্বাচন সামনে রেখে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। রবিবার ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। এদিন প্রায় ১ লাখ ৫১ হাজার মানুষ আগাম ভোট দিয়েছেন। নগরের নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আগাম ভোট গ্রহণ শুরুর পর থেকে এটি এক দিনে সর্বোচ্চ ভোট পড়ার ঘটনা। তাছাড়া, এদিন ৩৫ বছরের কম বয়সি ভোটারদের উপস্থিতিও বেশি ছিল। সূত্র: বিবিসি ও রয়টার্স

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রেকর্ডসংখ্যক আগাম ভোট : নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ

প্রকাশের সময় : ১০:৪৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

হককথা ডেস্ক: বহুল আলোচিত এবারের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আগাম ভোট শেষ হয়েছে রোববার। আজ ৪ নভেম্বর মঙ্গলবার মূল ভোটগ্রহণ হবে। সিটির ৫ বরোর বিভিন্ন কেন্দ্রে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত একটা ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সোমবার পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানী এগিয়ে রয়েছেন। এ অবস্থায় মামদানীর বিরুদ্ধে মাঠে নেমেছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মামদানীকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছেন।
মামদানীর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: রোববার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মামদানী ‘কমিউনিস্ট’। তিনি একজন সমাজতান্ত্রিকের থেকেও বেশি খারাপ। ট্রাম্পের দাবি, আমাদের একজন কমিউনিস্ট আছেন, তার বয়স ৩৩ বছর। তিনি কিছুই জানেন না। সম্ভবত জীবনে এক দিনও কাজ করেননি। মামদানীকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, জোহরান জিতলে নিউইয়র্কের জন্য তা সমস্যার হবে। মামদানী জিতলে নিউইয়র্কের তহবিল কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘আমি নিউইয়র্কে খুব বেশি টাকা পাঠাব না। আমরা আমাদের একটি মহান শহরকে ধ্বংস হতে দেব না। আমরা একে মহান করে তুলব। আমরা প্রায় ৩০ দিনের মধ্যে অপরাধ পরিষ্কার করব।’
ওয়াশিংটনের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, মাত্র ১২ দিনে শহর পরিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই এই শহরগুলোতে অনেকটা এগিয়েছি। আমরা এর বিরোধিতা পছন্দ করি না। কেউ নিউইয়র্কের কমিউনিস্ট মেয়র হলে তা ভুল করে হবে।’ সস্তায় খাদ্য, বস্ত্র এবং বাসস্থান নিউইয়র্কের বাসিন্দাদের জন্য- এ তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান। শনিবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেন মামদানীকে। জিতলে তাকে পরামর্শ দেওয়ার জন্য পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ওবামা। মামদানীর মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।
জরিপে এগিয়ে মামদানী: ভারতীয় বংশোদ্ভূত মা-বাবার সন্তান ও উগান্ডায় জন্মানো মামদানী একজন মুসলিম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত অ্যান্ড্রু কুওমোর তুলনায় অনেকটাই এগিয়ে আছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানীর কাছে হেরে যাওয়ার পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুওমো। গত বৃহস্পতিবার প্রকাশিত এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিল জরিপে দেখা গেছে, মামদানী নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে। জোহরানের প্রতি সমর্থন ৫০ শতাংশ, কুওমোর ২৫ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্ল্লিওয়া কুওমোর থেকে চার পয়েন্ট পিছিয়ে, সমর্থন ২১ শতাংশ। ৪ শতাংশ ভোটার সিদ্ধান্তে পৌঁছায়নি। জোহরানের সমর্থন গত মাসের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কুওমোর সমর্থন কমেছে ৩ শতাংশ, আর স্ল্লিওয়ার সমর্থন বেড়েছে ১১ শতাংশ। জরিপটি ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয়।
জোহরান বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমর্থন বৃদ্ধিতে সক্ষম হয়েছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন গত মাসে ৫০ শতাংশ থেকে বেড়ে ৭১ শতাংশ হয়েছে। ৫০ বছরের নিচের ভোটারের মধ্যে ৬৯ শতাংশ তাকে সমর্থন করছেন, ৫০ বছরের বেশি বয়সিদের মধ্যে সমর্থন যথাক্রমে জোহরান ৩৭ শতাংশ, কুওমো ৩১ শতাংশ, স্ল্লিওয়া ২৮ শতাংশ। মারিস্ট নিউইয়র্ক সিটি জরিপে দেখা যায়, জোহরান কুওমোর চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে, আর স্ল্লিওয়ার তুলনায় ৩২ পয়েন্টে এগিয়ে। সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ জোহরানের পক্ষে, ৩২ শতাংশ কুওমোর এবং ১৬ শতাংশ স্ল্লিওয়ার পক্ষে। জরিপটি ২৪-২৮ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়। নিউইয়র্কে মেয়র নির্বাচনের ঠিক আগে ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী একটি অংশের সমর্থন পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মামদানী। তবে এই সমর্থনকে কেন্দ্র করে সম্প্রদায়টির নেতাদের মধ্যে বিভক্তিও প্রকাশ্যে এসেছে। ঐ গোষ্ঠীর শীর্ষস্থানীয় কয়েক জন নেতা কুওমোকে সমর্থনের কথা জানিয়েছেন।
রেকর্ডসংখ্যক আগাম ভোট: মেয়র নির্বাচন সামনে রেখে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। রবিবার ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। এদিন প্রায় ১ লাখ ৫১ হাজার মানুষ আগাম ভোট দিয়েছেন। নগরের নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আগাম ভোট গ্রহণ শুরুর পর থেকে এটি এক দিনে সর্বোচ্চ ভোট পড়ার ঘটনা। তাছাড়া, এদিন ৩৫ বছরের কম বয়সি ভোটারদের উপস্থিতিও বেশি ছিল। সূত্র: বিবিসি ও রয়টার্স