নিউইয়র্ক ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাশিয়াকে মোকাবেলায় ইউরোপজুড়ে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা বাইডেনের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / ৩৬ বার পঠিত

হককথা ডেস্ক : স্থল, নৌ এবং আকাশ- সব ক্ষেত্রেই ইউরোপজুড়ে সেনা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্পেনের রাজধানী মাদ্রিদে সামরিক জোট ন্যাটোর সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এরমধ্যে রোমানিয়ায় মোতায়েন করা হবে নতুন একটি ব্রিগেট যাতে থাকবে তিন হাজার সেনা। এছাড়া বৃটেনে এফ-৩৫ বিমানের দুটি স্কোয়াড্রোন এবং স্পেনে দুটি নতুন ডেস্ট্রয়ারও মোতায়েন করা হবে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে জানানো হয়, ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গের সঙ্গে এক বৈঠকে বাইডেন এ ঘোষণা দেন। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পদক্ষেপ নিতে যাচ্ছে। আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা প্রমাণ করছি যে, এখন যেকোনো সময়ের তুলনায় ন্যাটোকে বেশি প্রয়োজন। ধারণা করা হচ্ছে, বাইডেনের এই মন্তব্যের পর ন্যাটোর অন্য সদস্যরাও জোটটির শক্তি বৃদ্ধিতে নানা রকম আশ্বাস দেবেন।
ন্যাটোর এই সম্মেলনে বক্তব্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এতে তিনি ন্যাটো সদস্যদের ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র দেয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান যে, রাশিয়ার বিরুদ্ধে লড়তে কিয়েভের আরও অর্থনৈতিক সাহায্য প্রয়োজন। জেলেনস্কি বলেন, আমাদের প্রতিমাসে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। আমার দেশ এমন একটি দেশের বিরুদ্ধে লড়ছে যেটি ন্যাটোর কাছে সবথেকে বড় হুমকি হিসেবে বিবেচিত। আমরা রাশিয়াকে ইউক্রেন এবং আপনাদের দেশকে ধ্বংস হওয়া থেকে আটকাতে চাচ্ছি।
এরইমধ্যে বৃটেন ও জার্মানি ন্যাটোতে নিজেদের সেনা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ‘ফিফথ আর্মি করপসের’ একটি স্থায়ী সদর দপ্তর স্থাপন করা হবে। বাল্টিক দেশগুলোর নিরাপত্তায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে। এছাড়া জার্মানি ও ইতালিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বাইডেন বলেন, রাশিয়ার আগ্রাসনের জবাব হিসেবেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে। আমাদের মিত্রদের সাথে নিয়ে আমরা নিশ্চিত করতে চাই, ভূমি, আকাশ কিংবা সমুদ্রে যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের শান্তি নষ্ট করেছেন। আমাদের একান্তই আইনের শাসননির্ভর মতাদর্শকে আক্রমণ করেছেন। কিন্তু পুতিনের ইউক্রেনে আগ্রাসন চালানোর কৌশল হিতে বিপরীত হয়েছে। পুতিন কখনো আমাদের থেকে এই পদক্ষেপ আশা করেননি। কিন্তু ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তার জন্য এই পদক্ষেপের প্রয়োজন ছিল।
উল্লেখ্য, এ বছরের শুরুতেই ইউরোপে অতিরিক্ত ২০ হাজার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এরফলে মহাদেশটিতে যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যা বেড়ে এক লাখ ছাড়িয়েছে। ন্যাটোর নতুন প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের জন্য তিন লাখ সেনাকে প্রস্তুত রাখা হবে। অল্প কয়েকদিনের নোটিসেই এই সেনাদের যুদ্ধে মোতায়েন করা সম্ভব হবে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাশিয়াকে মোকাবেলায় ইউরোপজুড়ে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা বাইডেনের

প্রকাশের সময় : ০১:২৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

হককথা ডেস্ক : স্থল, নৌ এবং আকাশ- সব ক্ষেত্রেই ইউরোপজুড়ে সেনা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্পেনের রাজধানী মাদ্রিদে সামরিক জোট ন্যাটোর সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এরমধ্যে রোমানিয়ায় মোতায়েন করা হবে নতুন একটি ব্রিগেট যাতে থাকবে তিন হাজার সেনা। এছাড়া বৃটেনে এফ-৩৫ বিমানের দুটি স্কোয়াড্রোন এবং স্পেনে দুটি নতুন ডেস্ট্রয়ারও মোতায়েন করা হবে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে জানানো হয়, ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গের সঙ্গে এক বৈঠকে বাইডেন এ ঘোষণা দেন। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পদক্ষেপ নিতে যাচ্ছে। আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা প্রমাণ করছি যে, এখন যেকোনো সময়ের তুলনায় ন্যাটোকে বেশি প্রয়োজন। ধারণা করা হচ্ছে, বাইডেনের এই মন্তব্যের পর ন্যাটোর অন্য সদস্যরাও জোটটির শক্তি বৃদ্ধিতে নানা রকম আশ্বাস দেবেন।
ন্যাটোর এই সম্মেলনে বক্তব্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এতে তিনি ন্যাটো সদস্যদের ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র দেয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান যে, রাশিয়ার বিরুদ্ধে লড়তে কিয়েভের আরও অর্থনৈতিক সাহায্য প্রয়োজন। জেলেনস্কি বলেন, আমাদের প্রতিমাসে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। আমার দেশ এমন একটি দেশের বিরুদ্ধে লড়ছে যেটি ন্যাটোর কাছে সবথেকে বড় হুমকি হিসেবে বিবেচিত। আমরা রাশিয়াকে ইউক্রেন এবং আপনাদের দেশকে ধ্বংস হওয়া থেকে আটকাতে চাচ্ছি।
এরইমধ্যে বৃটেন ও জার্মানি ন্যাটোতে নিজেদের সেনা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ‘ফিফথ আর্মি করপসের’ একটি স্থায়ী সদর দপ্তর স্থাপন করা হবে। বাল্টিক দেশগুলোর নিরাপত্তায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে। এছাড়া জার্মানি ও ইতালিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বাইডেন বলেন, রাশিয়ার আগ্রাসনের জবাব হিসেবেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে। আমাদের মিত্রদের সাথে নিয়ে আমরা নিশ্চিত করতে চাই, ভূমি, আকাশ কিংবা সমুদ্রে যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের শান্তি নষ্ট করেছেন। আমাদের একান্তই আইনের শাসননির্ভর মতাদর্শকে আক্রমণ করেছেন। কিন্তু পুতিনের ইউক্রেনে আগ্রাসন চালানোর কৌশল হিতে বিপরীত হয়েছে। পুতিন কখনো আমাদের থেকে এই পদক্ষেপ আশা করেননি। কিন্তু ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তার জন্য এই পদক্ষেপের প্রয়োজন ছিল।
উল্লেখ্য, এ বছরের শুরুতেই ইউরোপে অতিরিক্ত ২০ হাজার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এরফলে মহাদেশটিতে যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যা বেড়ে এক লাখ ছাড়িয়েছে। ন্যাটোর নতুন প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের জন্য তিন লাখ সেনাকে প্রস্তুত রাখা হবে। অল্প কয়েকদিনের নোটিসেই এই সেনাদের যুদ্ধে মোতায়েন করা সম্ভব হবে।
হককথা/এমউএ