নিউইয়র্ক ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাশিয়াকে সাহায্য করতে ইরানি ড্রোন–বিশেষজ্ঞরা ক্রিমিয়ায়: যুক্তরাষ্ট্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ১০৫ বার পঠিত

ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে মস্কোর বাহিনীকে সাহায্য করতে ইরানি সামরিকবাহিনীর ড্রোন–বিশেষজ্ঞরা রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় অবস্থান করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, আমরা মূল্যায়ন করছি যে ইরানের সামরিক কর্মীরা ক্রিমিয়ায় অবস্থান করছে এবং এই অভিযানে রাশিয়াকে সহায়তা করেছিল।

কিরবি বলেন, ক্রিমিয়ার ইরানিরা প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়তা কর্মী ছিল এবং রাশিয়ানরা ড্রোন চালাচ্ছিল, যা ইউক্রেনের অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তিনি অভিযোগ করেন, তেহরান এখন সরাসরি স্থলভাগে জড়িত এবং ড্রোন সরবরাহের মাধ্যমে ইউক্রেনের বেসামরিক এবং বেসামরিক অবকাঠামোকে প্রভাবিত করছে। কিরবি হুশিয়রি দিয়ে বলেন ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এই অস্ত্রশস্ত্রের ব্যবস্থাকে উন্মোচন, প্রতিরোধ এবং মোকাবেলা করার জন্য সব উপায় অবলম্বন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

কিরবি আরও বলেন, আমরা রাশিয়ান এবং ইরানের অস্ত্র ব্যবসা উভয়ের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাগুলি জোরালোভাবে প্রয়োগ করতে যাচ্ছি। এদিকে, রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই জোটের বর্তমান সভাপতি হিসেবে চেক প্রজাতন্ত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে। তারা আরও বলেছে, এই সিদ্ধান্ত অনুযায়ী ড্রোন সরবরাহের সঙ্গে জড়িত ইরানের তিন জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। রাশিয়াকে ড্রোন সরবরাহের বিষয়টি বরাবরই অস্বীকার করেছে ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই দাবি করা হলো। সূত্র: এএফপি

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাশিয়াকে সাহায্য করতে ইরানি ড্রোন–বিশেষজ্ঞরা ক্রিমিয়ায়: যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে মস্কোর বাহিনীকে সাহায্য করতে ইরানি সামরিকবাহিনীর ড্রোন–বিশেষজ্ঞরা রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় অবস্থান করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, আমরা মূল্যায়ন করছি যে ইরানের সামরিক কর্মীরা ক্রিমিয়ায় অবস্থান করছে এবং এই অভিযানে রাশিয়াকে সহায়তা করেছিল।

কিরবি বলেন, ক্রিমিয়ার ইরানিরা প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়তা কর্মী ছিল এবং রাশিয়ানরা ড্রোন চালাচ্ছিল, যা ইউক্রেনের অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তিনি অভিযোগ করেন, তেহরান এখন সরাসরি স্থলভাগে জড়িত এবং ড্রোন সরবরাহের মাধ্যমে ইউক্রেনের বেসামরিক এবং বেসামরিক অবকাঠামোকে প্রভাবিত করছে। কিরবি হুশিয়রি দিয়ে বলেন ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এই অস্ত্রশস্ত্রের ব্যবস্থাকে উন্মোচন, প্রতিরোধ এবং মোকাবেলা করার জন্য সব উপায় অবলম্বন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

কিরবি আরও বলেন, আমরা রাশিয়ান এবং ইরানের অস্ত্র ব্যবসা উভয়ের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাগুলি জোরালোভাবে প্রয়োগ করতে যাচ্ছি। এদিকে, রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই জোটের বর্তমান সভাপতি হিসেবে চেক প্রজাতন্ত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে। তারা আরও বলেছে, এই সিদ্ধান্ত অনুযায়ী ড্রোন সরবরাহের সঙ্গে জড়িত ইরানের তিন জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। রাশিয়াকে ড্রোন সরবরাহের বিষয়টি বরাবরই অস্বীকার করেছে ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই দাবি করা হলো। সূত্র: এএফপি