যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরও তিন ইউরোপীয় দেশের

- প্রকাশের সময় : ১০:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণ প্রবাহ আরও কমানো উচিত বলে ইউরোপীয় ইউনিয়ন সুপারিশ করার পর, আরও অনেক দেশ ইতালির সাথে যোগ দিয়েছে এবং দর্শনার্থীদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
প্রায় ৪০ বছর পর সুপারব্যান্ড ‘অ্যাবা’ তাদের প্রথম নতুন অ্যালবাম ঘোষণা করার দিনই, তাদের দেশ আমেরিকানদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। ৬ সেপ্টেম্বর থেকে, যুক্তরাষ্ট্র থেকে সুইডেনে সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ। সুইডিশ সরকারের মতে, ‘প্রবেশ নিষেধাজ্ঞার অর্থ হল ইইএ দেশ বা সুইজারল্যান্ড ছাড়া অন্য কোনও দেশ থেকে সুইডেনে ভ্রমণকারী বিদেশী নাগরিককে সুইডেনে প্রবেশ করতে বাধা দেয়া হবে এবং ফিরিয়ে দেয়া হবে।’
নেদারল্যান্ডসও যুক্তরাষ্ট্র থেকে আসা দর্শনার্থীদের উপর কঠোর ব্যবস্থা নিয়েছে। আমেরিকা থেকে আসা পর্যটকরা (পাশাপাশি জার্মানি, হাঙ্গেরি, ইসরাইল এবং অন্যান্য দেশ থেকে) শুধুমাত্র তখনই হল্যান্ডে প্রবেশ করতে পারবেন যদি তারা সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হন।
বুলগেরিয়া ১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রকে তার সবচেয়ে কম কাঙ্ক্ষিত দর্শনার্থীদের তালিকায় স্থানান্তরিত করেছে। ‘এর অর্থ হল যুক্তরাষ্ট্র থেকে পর্যটনের উদ্দেশ্যে আগত ব্যক্তিদের, তাদের নাগরিকত্ব নির্বিশেষে, বুলগেরিয়ায় প্রবেশ নিষিদ্ধ,’ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থিত আমেরিকান দূতাবাসের মতে। সূত্র: ফ্রমার্স।