যুক্তরাষ্ট্রে মাদক ওভারডোজে বছরে মৃত এক লাখের বেশি

- প্রকাশের সময় : ০১:০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ৮৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের গাড়ি দুর্ঘটনার চেয়েও মাদকের ওভারডোজে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গত এক বছরে মাদক নিয়ে মৃত্যু হয়েছে এক লাখ ৩০৬ জনের। মাদকের ওভারডোজের কারণে তাদের মৃত্যু হয়।
এমনই ভয়াবহ রিপোর্ট পেশ করেছে সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তারা প্রতি বছরই মাদক সংক্রান্ত বিষয় নিয়ে একটি বাৎসরিক রিপোর্ট পেশ করে।
গত বছরের চেয়ে এ বছর প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে মৃত্যুর হার। ২০২০ সালে মৃত্যু হয়েছিল ৯৩ হাজার মানুষের। যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রথম ১০টি কারণের মধ্যে এখন অন্যতম মাদকের ওভারডোজ।
সিডিসির বক্তব্য, নিউমোনিয়া, ফ্লু, গাড়ি দুর্ঘটনা, বন্দুকধারীর গুলিতে মৃত্যুর চেয়ে ড্রাগ ওভারডোজে মৃত্যুর হার বেশি।
সংস্থাটি বলেছে, ফেনটানিল বলে একটি রাসায়নিক ইদানীং বিভিন্ন মাদকে ব্যবহার করা হচ্ছে। তার জেরেই মৃত্যু হচ্ছে। হেরোইন জাতীয় মাদকের ব্যবহার কমেছে। ফেনটানিল জাতীয় রাসায়নিক দিয়ে তৈরি মাদক অনেক সস্তায় মিলছে। পার্টি ড্রাগ বলে পরিচিত এই ধরনের মাদক পাওয়াও সহজ, উত্তেজনাও বেশি। আর এই মাদক অতিরিক্ত সেবন করেই মৃত্যু হচ্ছে মানুষের।
চীন থেকে এই রাসায়নিক যুক্তরাষ্ট্রে ঢুকছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এভাবে মাদক ওভারডোজে মৃত্যুকে মহামারির সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা যখন কোভিড-১৯ মহামারিকে হারাতে এগিয়ে যাচ্ছি, তখন এই মহামারিকে উপেক্ষা করতে পারি না। এটি সারা দেশে পরিবার ও সম্প্রদায়গুলোকে স্পর্শ করেছে।
যুক্তরাষ্ট্রে প্রশাসনের কাছে মাদক এখন একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কীভাবে মাদকের ব্যবহার কমানো যায়, তা নিয়ে একাধিক বৈঠক হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি প্রশাসন। -ডয়চে ভেলে