যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩

- প্রকাশের সময় : ০২:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৬৫ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। দেশটির স্থানীয় সময় রোববার (২১ মে) রাত দেড়টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।
আরোও পড়ুন । যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে নিহত ৩, আহত ৬
পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানসাস সিটি পুলিশ। তারা গিয়ে পাঁচজন প্রাপ্তবয়স্ককে হতাহত অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান তারা। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। আহত বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এই গুলির ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বেলী/হককথা