যুক্তরাষ্ট্রে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজনকে গুলি
- প্রকাশের সময় : ০২:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ৭১ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের সানিভেলে একই পরিবারের পাঁচজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। এই ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন দুইজনকে খুঁজছে। খবর বিবিসির পুলিশ জানিয়েছে যে, তারা সন্ধ্যা ৬টার ঠিক আগে একটি কল পেয়েছিল। রবিবার প্ল্যান্টারস রোডের ২০০ ব্লকের রিভারস্টোন অ্যাপার্টমেন্টে এই ঘটনা গটে। সন্দেহভাজন দুইজনের একজন পুরুষ এবং একজন নারী। তারা ভুক্তভোগীদের সাদা গাড়িটিকে অনেকক্ষণ ধরে অনুসরণ করেছিল। পরে বাড়ির পার্কিং লটে একজন সন্দেহভাজন বেরিয়ে এসে তাদের গাড়িতে গুলি চালায়।
অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান বিল ভেগাস বলেছেন, যে নারী বন্দুকের গুলিতে নিহত হয়েছেন, তিনি তার গাড়ি থেকে নেমে তার অ্যাপার্টমেন্টে দৌড়ে গিয়েছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। বাচ্চাদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। ভেগাসের মতে তাদের কেউই প্রাণঘাতী আঘাতের শিকার হয়নি।
আরোও পড়ুন । নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদের পিতৃবিয়োগ
সন্দেহভাজনদের শনাক্ত করতে পুলিশ নজরদারি ভিডিও সংগ্রহের জন্য কাজ করছে। একজন পুরুষ এবং একজন নারী ও সম্ভাব্য কালো টয়োটা ক্যামরি গাড়ি চালাচ্ছিলেন। ভেগাস বলেন, ‘আমি বলব না যে জনসাধারণের জন্য কোনও হুমকি নেই। আমরা জানি না তারা কোথায় আছে। আমরা জানি যে তারা সশস্ত্র। আমরা জানি যে তারা গুলি চালাতে সক্ষম, তাই একটি নির্দিষ্ট হুমকি রয়েছে।’ কি কারণে গুলি চালানো হয়েছে তা জানতে তদন্তকারীরা কাজ করছেন।
বেলী/হককথা