নিউইয়র্ক ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১০১ বার পঠিত

সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

হককথা ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। খবর বিবিসি। এর আগে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছান ট্রাম্প। গ্রেপ্তার দেখানোর পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আদালতে প্রবেশের আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটন ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। আগের দিন ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কের উদ্দেশে পাড়ি জমান তিনি।

আরোও পড়ুন। ডোনাল্ড ট্রাম্পকে কি জেলে যেতেই হবে

ট্রাম্পের গ্রেপ্তার ঘিরে আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেখানে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কী অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে : ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাবেক পর্নো অভিনেত্রী এবং স্ট্রিপার স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার জন্য তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে নির্দেশ দিয়েছিলেন। স্টর্মির দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। এটি ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়াকে বিয়ে করার পরের বছরের ঘটনা। ২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। মূলত এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। কোহেন আদালতে বলেন, তিনি সাবেক প্রেসিডেন্টের নির্দেশনায় এক লাখ ৩০ হাজার ডলারের বিষয়টি দফারফা করেছেন। কোহেন ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিক অভিযোগে জেলে ছিলেন। তবে ৭৬ বছর বয়সী ট্রাম্প অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

হককথা ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। খবর বিবিসি। এর আগে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছান ট্রাম্প। গ্রেপ্তার দেখানোর পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আদালতে প্রবেশের আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটন ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। আগের দিন ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কের উদ্দেশে পাড়ি জমান তিনি।

আরোও পড়ুন। ডোনাল্ড ট্রাম্পকে কি জেলে যেতেই হবে

ট্রাম্পের গ্রেপ্তার ঘিরে আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেখানে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কী অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে : ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাবেক পর্নো অভিনেত্রী এবং স্ট্রিপার স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার জন্য তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে নির্দেশ দিয়েছিলেন। স্টর্মির দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। এটি ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়াকে বিয়ে করার পরের বছরের ঘটনা। ২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। মূলত এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। কোহেন আদালতে বলেন, তিনি সাবেক প্রেসিডেন্টের নির্দেশনায় এক লাখ ৩০ হাজার ডলারের বিষয়টি দফারফা করেছেন। কোহেন ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিক অভিযোগে জেলে ছিলেন। তবে ৭৬ বছর বয়সী ট্রাম্প অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।
সুমি/হককথা