নিউইয়র্ক ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের পাওয়ারবল লটারির মূল্য রেকর্ড ১৬০ কোটি ডলার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ৪৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।

অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।

বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের পাওয়ারবল লটারির মূল্য রেকর্ড ১৬০ কোটি ডলার

প্রকাশের সময় : ০১:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।

অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।

বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।