নিউইয়র্ক ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ১০ জনকে গুলি করে হত্যা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • / ১০৮ বার পঠিত

হককথা ডেস্ক: আবারও যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে নিমর্মভাবে ১০ নাগরিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ধরণের ঘটনা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ঘটছে। এবার কলোরাডো অঙ্গরাজ্যের কিং সুপার মার্কেট নামে একটি নিত্যপণ্যের বাজারে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ সময় হামলাকারীকে নিবৃত করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) দুপুর আড়াইটায় রাজ্যটির বৌলডার শহরের একটি সুপারমার্কেটে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। আমেরিকান সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন এই হামলা ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে।
স্থানীয় শহর বোল্ডারের পুলিশ প্রধান মেরিস হেরাল্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কিং সুপার মার্কেটে বোল্ডারের এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন।
এদিকে অভিযুক্ত হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে বলে বৌলডার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন। স্থানীয় পুলিশ কর্মকর্তা কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছেন। এর আগে হামলার কথা জানিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় স্থানীয় বৌলডার পুলিশ বিভাগ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়।
প্রাথমিক ভাবে কিং সোপার্স সুপারমার্কেট নামে ওই স্টোরে অভিযুক্ত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্য এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কলোরাডোর দক্ষিণ বৌলডারে অবস্থিত ওই গ্রোসারি সুপারমার্কেটে হঠাৎ এক ব্যক্তি আসেন। ভেতরে ঢোকার পরই কোনো কথা না বলে রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করেন তিনি। এতেই নিহতের ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল সুপারমার্কেটের সামনে এখনও প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
আমেরিকান ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, জামা পরিহিত নেই; এমন এক ব্যক্তিকে সুপারমার্কেটের ভেতর থেকে পুলিশ হেফাজতে নিতে দেখেছে তারা। গ্রেফতারকৃত ওই ব্যক্তির হাতে ও ডান পায়ে রক্তের দাগ ছিল এবং হাতে হাতকড়া লাগানো ছিল। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সূত্র: ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ১০ জনকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১২:০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

হককথা ডেস্ক: আবারও যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে নিমর্মভাবে ১০ নাগরিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ধরণের ঘটনা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ঘটছে। এবার কলোরাডো অঙ্গরাজ্যের কিং সুপার মার্কেট নামে একটি নিত্যপণ্যের বাজারে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ সময় হামলাকারীকে নিবৃত করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) দুপুর আড়াইটায় রাজ্যটির বৌলডার শহরের একটি সুপারমার্কেটে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। আমেরিকান সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন এই হামলা ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে।
স্থানীয় শহর বোল্ডারের পুলিশ প্রধান মেরিস হেরাল্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কিং সুপার মার্কেটে বোল্ডারের এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন।
এদিকে অভিযুক্ত হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে বলে বৌলডার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন। স্থানীয় পুলিশ কর্মকর্তা কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছেন। এর আগে হামলার কথা জানিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় স্থানীয় বৌলডার পুলিশ বিভাগ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়।
প্রাথমিক ভাবে কিং সোপার্স সুপারমার্কেট নামে ওই স্টোরে অভিযুক্ত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্য এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কলোরাডোর দক্ষিণ বৌলডারে অবস্থিত ওই গ্রোসারি সুপারমার্কেটে হঠাৎ এক ব্যক্তি আসেন। ভেতরে ঢোকার পরই কোনো কথা না বলে রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করেন তিনি। এতেই নিহতের ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল সুপারমার্কেটের সামনে এখনও প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
আমেরিকান ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, জামা পরিহিত নেই; এমন এক ব্যক্তিকে সুপারমার্কেটের ভেতর থেকে পুলিশ হেফাজতে নিতে দেখেছে তারা। গ্রেফতারকৃত ওই ব্যক্তির হাতে ও ডান পায়ে রক্তের দাগ ছিল এবং হাতে হাতকড়া লাগানো ছিল। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সূত্র: ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন