মিশিগানে বাংলাদেশী ট্যাক্সিচালক খুন
- প্রকাশের সময় : ১০:২৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫
- / ৬৯১ বার পঠিত
ডেট্রয়েট (মিশিগান) : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের পশ্চিমে দুর্বৃত্তের গুলিতে বাবুল মিয়া (৪১) নামের এক বাংলাদেশী ট্যাক্সিচালকের মৃত্যু হয়েছে। গত ২৫ মার্চ বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। বাবুলের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার জাগিরাল গ্রামে। তার পিতার নাম (মরহুম) খুরশিদ মিয়া। ১৯৯১ সালে সে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
ডেট্রয়েটের ১৫৭০০ আরডমর স্ট্রিট এক যাত্রীকে ট্যাক্সি থেকে নামানোর পর ভাড়া দিতে অসম্মতি জানালে ট্যাক্সিচালক বাবুল মিয়ার সঙ্গে উক্ত যাত্রীর তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে যাত্রী তাকে গুলি করলে ট্যাক্সির ভেতরেই তার মৃত্যু ঘটে। টহলরত পুলিশ গুলির শব্দ শুনে সেখানে ছুটে যায় এবং ওই ঘাতক যাত্রীকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত পিস্তলটিও পুলিশ উদ্ধার করে।
বাবুল মিয়ার দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ থানায়। প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। বাবুল মিয়া দীর্ঘদিন ধরে ডেট্রয়েটে ট্যাক্সি চালাতেন। কঠোর পরিশ্রমী বাবুল মিয়ার মৃত্যুতে মিশিগান বাংলাদেশী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। কমিউনিটির নেতৃবৃন্দরা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে পুলিশ বলছে, ২১ বছর বয়সী উক্ত ঘাতকের জন্মদিন উপলক্ষে সে সেদিন বেশি মাতাল হয়েছিল। তাই সে এ দুর্ঘটনাটি ঘটিয়েছে।