ভারতীয় বংশোদ্ভূত ববি প্রার্থী!
- প্রকাশের সময় : ০৭:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
- / ৭৪১ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ভারতীয় বংশোদ্ভূত ববি জিন্দাল আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার ঘোষনা দিয়েছেন। ৪৪ বছর বয়সি রিপাবলিকান ববি সম্প্রতি টুইটারে ঘোষণা করেন, ‘আমার নাম ববি জিন্দাল। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আমিও আছি। জিন্দাল প্রথম ভারতীয় আমেরিকান যিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দাবিদার হলেন। জিন্দাল যে এমন পদক্ষেপ নেবেন, সে ব্যাপারে তাঁর সহযোগীরা নিশ্চিত ছিলেন। যে সব অঙ্গরাজ্যে আগে প্রাথমিক নির্বাচন বা ‘প্রাইমারি’ হবে সেখানে জিন্দাল গত বছরই ঘুরে এসেছিলেন। এই কারণে তাঁর সময়ের ৪৫ শতাংশই কাটে লুজিয়ানার বাইরে। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী মনোনয়ন পর্বের শেষ ধাপ পর্যন্ত জিন্দাল যেতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। কারণ তাঁর আগে রয়েছেন আরও ১২ জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন ফ্লোরিডার প্রাক্তন গভর্নর এবং প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের (সিনিয়র) পুত্র ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের (জুনিয়র) ভাই জেব বুশ এবং বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা এইচপি’র প্রাক্তন সিইও কার্লি ফিওরিনা।
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে রিপাবলিকান দলের মধ্যে জিন্দালের সমর্থনের হার মাত্র এক শতাংশ। ববি জিন্দালের আসল নাম পীযুষ। ১৯৭১ সালে এক হিন্দু পরিবারে তাঁর জন্ম। হাই স্কুলে পড়বার সময়ে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন। রোডস স্কলার হন মাত্র কুড়ি বছর বয়সে। একই সঙ্গে জীববিদ্যা ও পাবলিক পলিসিতে স্নাতক হন। চব্বিশ বছর বয়সে লুজিয়ানা প্রদেশের স্বাস্থ্য দপ্তরের সচিব হন। ২০০১ সালে বুশ প্রশাসনের সঙ্গে যুক্ত হন। ২০০৪ সালে প্রথম ইউএস কংগ্রেসে নির্বাচিত হন। ২০০৮ সালে মাত্র ৩৬ বছর বয়সে লুজিয়ানার গভর্নর নির্বাচিত হন।