ব্যাংককে বৈঠক করবেন চীনা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
- প্রকাশের সময় : ০৭:২৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ৫৫ বার পঠিত
বামে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে এবং ডানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি : রয়টার্স
হককথা ডেস্ক : ব্যাংককে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে কথোপকথন আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন উভয় দেশের নেতারা। এর ভিত্তিতেই উভয় দেশের প্রতিনিধিরা শুক্রবার এবং শনিবার আলোচনা করবেন। জাপানি সংবাদমাধ্যম নিক্কি এশিয়া এই খবর জানিয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, থাই প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একটি পৃথক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বৈঠকের ঘোষণা দিয়েছে।
বৈঠকটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের দুই মাসেরও বেশি সময় পরে হতে যাচ্ছে। তখন সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি)-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেন ও শি প্রায় চার ঘণ্টা বৈঠক করেছিলেন। এসময় বাইডেন ও শি একটি প্রেসিডেনশিয়াল হটলাইন খোলার, সামরিক যোগাযোগ পুনরায় শুরু করার এবং ফেন্টানিল উৎপাদন রোধে কাজ করতে সম্মত হয়েছিলেন। তবে তাইওয়ান নিয়ে তাদের মধ্যে তখনও মতবিরোধ দেখা গিয়েছিল।
এক বিবৃতিতে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ‘২০২৩ সালের নভেম্বরে উডসাইড সামিটে উভয় দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ বজায় রাখা এবং দায়িত্বের সঙ্গে সম্পর্ক পরিচালনা করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট শি দিয়েছিলেন তার ভিত্তিতেই এই বৈঠক হতে যাচ্ছে।’
তিনি বলেন, জ্যাক সুলিভান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এবং উপ-প্রধানমন্ত্রী পার্নপ্রী বাহিদ-নুকারার সঙ্গেও দেখা করবেন। ওয়াটসন আরও বলেন, ‘এই বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র-থাইল্যান্ড চুক্তিবদ্ধ জোট এবং অংশীদারিত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করবেন সুলিভান। একইসঙ্গে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক ইস্যুতে একটি নিদিষ্ট পরিসরে সহযোগিতা জোরদার করার সুযোগ নিয়েও আলোচনা করবেন তিনি।’
হককথা/নাছরিন