বাইডেনের জয় ঠেকানোর চেষ্টা ট্রাম্পের পক্ষে ভুল ছিল: পেন্স

- প্রকাশের সময় : ০৫:১৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ২৩ বার পঠিত
হককথা ডেস্ক : সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারই সরকারের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের বিজয় ঠেকাতে ট্রাম্পের চেষ্টার সমালোচনা করেন।
এর আগে মাইক পেন্সকে সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে এভাবে বলতে শোনা যায়নি। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।
মাইক পেন্স বলেন, নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করাটা ট্রাম্পের পক্ষে ভুল ছিল।
গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে পার্লামেন্ট ভবনে হামলা চালান ট্রাম্পের সমর্থকরা।
এ হামলার পেছনে ট্রাম্পে উসকানি ছিল। কারণ, এ হামলার কিছুক্ষণ আগেই সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে ট্রাম্প নির্বাচনের ফলাফল না মেনে নেয়ার আহ্বান জানান।
ক্যাপিটল হামলায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫ জন প্রাণ হারান। পরে এ হামলার জেরে হতাশা থেকে কয়েকজন পুলিশ কর্মকতাও আত্মহত্যা করেন।
ক্যাপিটলে দাঙ্গা নিয়ে যুক্তরাষ্ট্রে বর্তমানে তদন্ত ও বিচার এগিয়ে চলছে। ইতোমধ্যে আলাদাভাবে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে দুজন আইনপ্রণেতাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
এ দুই রিপাবলিকান আইনপ্রণেতা হলেন- লিজ চিনি ও অ্যাডাম কিঞ্জিঞ্জার। তারা যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল সিলেক্ট কমিটির হয়ে তদন্ত করছেন।
ওইদিন ক্যাপিটলে আইনপ্রণেতারা বাইডেনের বিজয় উপলক্ষ্যে একত্রিত হয়েছিলেন। তখনই হাজার হাজার ট্রাম্প সমর্থক হামলা চালান। এটা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা।
হককথা/এমউএ