বাইডেনের ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি হোয়াইট হাউজের
- প্রকাশের সময় : ০২:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৪১ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউজ। তবে তার বিরুদ্ধে কর ফাঁকি এবং অস্ত্র কেনায় মাদক সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ার কারণে অভিযোগ গঠন করা হবে কি না তা নিয়ে ফেডারেল প্রসিকিউটররা দ্বিধাদ্বন্দে আছেন। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় থাকতে এবং ক্ষমতা শেষে করা হবে কি না সেই বিষয়টি বিবেচনা হতে পারে। গতকাল সোমবার ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আরোও পড়ুন । যুক্তরাষ্ট্রে ধুলা ঝড়ে নিহত ৬
ইঙ্গিত পাওয়া গেছে, হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত মাসে হান্টারের আইনজীবী দেলাওয়ারে শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ডেভিড ওয়েসের সঙ্গে সাক্ষাৎ করেন। সিএনএন জানিয়েছে, হান্টারের দীর্ঘদিনের আইনজীবী ক্রিস ক্লার্ককে বিচার বিভাগের সদর দপ্তরে প্রবেশ করতে দেখা গেছে। রিপাবলিকানরা এই তদন্তকে তাদের নির্বাচনি প্রচারণায় হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ২০১৮ সাল থেকে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকিসহ ব্যবসাসংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে।
বেলী /হককথা