নিউইয়র্ক ১২:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘বাইডেনকে হত্যা, আমেরিকা দখল’, চাঞ্চল্যকর স্বীকারোক্তি ‘হিটলার ভক্তের’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ৪৯ বার পঠিত

হককথা ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা করে আমেরিকা দখল ! এটাই নাকি ছিল তার লক্ষ্য। আর তাই হোয়াইট হাউসের পাঁচিলে ভাড়া করা একটি ট্রাক নিয়ে ধাক্কা মারেন তিনি। ‘সাদা বাড়ি’ হামলায় এমনটাই চাঞ্চল্যকর স্বীকারোক্তি ১৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত ভারসিত কান্দুলার।

বিশ্বের সবথেকে নিরাপদ জায়গাগুলির অন্যতম হোয়াইট হাউস। আমেরিকান প্রেসিডেন্টের বাসভবনটি কার্যত লৌহবর্মে ঢাকা। সিক্রেট সার্ভিসের চোখ এড়িয়ে সেখানে মাছিও গলতে পারে না। গত সোমবার এমন হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ে একটি ট্রাক। জানা যায়, ট্রাকটি চালাচ্ছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী ভারসিত কান্দুলা। দ্রুত ওই ট্রাকচালককে আটক করে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা। শুরু হয় জেরা। সিক্রেট সার্ভিসের দাবি, তদন্তকারীদের মিসৌরির বাসিন্দা কান্দুলা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা করে আমেরিকার নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়াই ছিল তার উদ্দেশ্য।

আরোও পড়ুন। আমেরিকার বিরুদ্ধে ছায়াযুদ্ধ ! আমেরিকায় এবার কম্পিউটারে ‘লাল সন্ত্রাস’

আমেরিকার পুলিশ জানিয়েছে, বিমানে চেপে মিসৌরি থেকে ওয়াশিংটন আসেন কান্দুলা। তারপর একটি ট্রাক ভাড়া করেন তিনি। তারপর, পরিকল্পনা মাফিক লাফায়েত পার্কের কাছে সিকিউরিটি ব্যারিকেডে ধাক্কা মেরে নাৎসি পতাকা দেখাতে শুরু করেন তিনি। কান্দুলা নাকি পুলিশকে জানিয়েছেন, তিনি হিটলারের ‘ভক্ত’। নাৎসিদের ইতিহাস ও আদবকায়দা তার খুবই পছন্দের।

বলে রাখা ভাল, টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে আমেরিকা। কাবুল থেকে তালেবানকে উৎখাত করলেও লড়াই থেমে থাকেনি। বিশ্ব থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে লড়াই শুরু করে আমেরিকা। ফলে আল কায়দা থেকে শুরু করে ইসলামিক স্টেটের পছন্দের তালিকায় এক নম্বর টার্গেট হোয়াইট হাউস। আমেরিকার প্রশাসনের প্রাণকেন্দ্রে আঘাত যে ওয়াশিংটনের পক্ষে কত বড় ধাক্কা তা ভালই জানে জঙ্গিগোষ্ঠীগুলি। সূত্র : এপি।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘বাইডেনকে হত্যা, আমেরিকা দখল’, চাঞ্চল্যকর স্বীকারোক্তি ‘হিটলার ভক্তের’

প্রকাশের সময় : ১১:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

হককথা ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা করে আমেরিকা দখল ! এটাই নাকি ছিল তার লক্ষ্য। আর তাই হোয়াইট হাউসের পাঁচিলে ভাড়া করা একটি ট্রাক নিয়ে ধাক্কা মারেন তিনি। ‘সাদা বাড়ি’ হামলায় এমনটাই চাঞ্চল্যকর স্বীকারোক্তি ১৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত ভারসিত কান্দুলার।

বিশ্বের সবথেকে নিরাপদ জায়গাগুলির অন্যতম হোয়াইট হাউস। আমেরিকান প্রেসিডেন্টের বাসভবনটি কার্যত লৌহবর্মে ঢাকা। সিক্রেট সার্ভিসের চোখ এড়িয়ে সেখানে মাছিও গলতে পারে না। গত সোমবার এমন হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ে একটি ট্রাক। জানা যায়, ট্রাকটি চালাচ্ছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী ভারসিত কান্দুলা। দ্রুত ওই ট্রাকচালককে আটক করে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা। শুরু হয় জেরা। সিক্রেট সার্ভিসের দাবি, তদন্তকারীদের মিসৌরির বাসিন্দা কান্দুলা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা করে আমেরিকার নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়াই ছিল তার উদ্দেশ্য।

আরোও পড়ুন। আমেরিকার বিরুদ্ধে ছায়াযুদ্ধ ! আমেরিকায় এবার কম্পিউটারে ‘লাল সন্ত্রাস’

আমেরিকার পুলিশ জানিয়েছে, বিমানে চেপে মিসৌরি থেকে ওয়াশিংটন আসেন কান্দুলা। তারপর একটি ট্রাক ভাড়া করেন তিনি। তারপর, পরিকল্পনা মাফিক লাফায়েত পার্কের কাছে সিকিউরিটি ব্যারিকেডে ধাক্কা মেরে নাৎসি পতাকা দেখাতে শুরু করেন তিনি। কান্দুলা নাকি পুলিশকে জানিয়েছেন, তিনি হিটলারের ‘ভক্ত’। নাৎসিদের ইতিহাস ও আদবকায়দা তার খুবই পছন্দের।

বলে রাখা ভাল, টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে আমেরিকা। কাবুল থেকে তালেবানকে উৎখাত করলেও লড়াই থেমে থাকেনি। বিশ্ব থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে লড়াই শুরু করে আমেরিকা। ফলে আল কায়দা থেকে শুরু করে ইসলামিক স্টেটের পছন্দের তালিকায় এক নম্বর টার্গেট হোয়াইট হাউস। আমেরিকার প্রশাসনের প্রাণকেন্দ্রে আঘাত যে ওয়াশিংটনের পক্ষে কত বড় ধাক্কা তা ভালই জানে জঙ্গিগোষ্ঠীগুলি। সূত্র : এপি।
সুমি/হককথা