ফেডারেল দূর্নীতি : ২১ এপ্রিল বিচারের মুখোমুখী হচ্ছেন মেয়র অ্যাডামস
- প্রকাশের সময় : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ২৫ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার ফেডারেল দুর্নীতির মামলায় আগামী বছরের ২১ এপ্রিল বিচারের মুখোমুখী হবেন। ফেডারেল বিচারক হো গত ১ নভেম্বর, শুক্রবার মালার পরবর্তী রায় দিয়েছেন। মেয়র এমন সময়ে তার মামলার মুখোমুখী হতে যাচ্ছেন যখন ২০২৫ সালের ডেমোক্র্যাটিক মেয়র প্রাইমারী নির্বাচনের সময় এবং তিনি নিজেও পুনরায় মেয়র প্রার্থী। মামলায় সিটি মেয়রের বিরুদ্ধে অবৈধ বিদেশী অনুদান গ্রহণ করা এবং প্রচার তহবিলে লক্ষ লক্ষ ডলার প্রতারণার অভিযোগ উঠেছে।
বিচারক হো’র ধারনা যে বিচারটি প্রায় ছয় সপ্তাহ স্থায়ী হবে। ফলে মামলাটি ২৪ জুন ডেমোক্রেটিক প্রাইমারির কয়েক সপ্তাহ আগে পর্যন্ত চলবে। বিচারকের মামলার তারিখ ঘোষণার সময় মেয়র আদালত কক্ষেই ছিলেন এবং সামনের সারিতে বসে বিচারকের দিকে মুখ করে চুপচাপ বসে ছিলেন। পরবর্তীতে মেয়র আদালত কক্ষ ত্যাগ করার সময় আদালতের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের এড়িয়ে গেলেও রাস্তা জুড়ে জড়ো হওয়া তার কয়েকজন সমর্থকের সাথে সংক্ষিপ্তভাবে কথা বলেন।
মামলায় অভিযোগগুলোর মধ্যে রয়েছে মেয়র এরিক অ্যাডামস ২০২১ সালে একটি তুর্কি কনস্যুলেট ভবনের অনুমোদন দ্রæত করার বিনিময়ে তুর্কি নাগরিকদের কাছ থেকে বিলাসবহুল ভ্রমণ সুবিধা এবং অবৈধ বিদেশী প্রচারাভিযানের অনুদান গ্রহণ করেছেন।
আদালতে মেয়র অ্যাডামসের প্রধান অ্যাটর্নি অ্যালেক্স স্পিরো বিচার কার্যটি এপ্রিলের প্রথম দিকে শেষ না হয় এবং প্রাইমারিতে পুনর্র্নিবাচনের জন্য মেয়রের প্রচারে হস্তক্ষেপ না করে সে বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিরো যুক্তি দেন যে মেয়র যত বেশি সময় অভিযোগের অধীনে থাকবেন, এটি তহবিল সংগ্রহ এবং প্রচারণা করতে সক্ষম হওয়া সহ পুনঃনির্বাচনের জন্য প্রতিদ্ব›িদ্বতা করার ক্ষমতাকে তত বেশি নেতিবাচকভাবে প্রভাবিত করবে।