পুতিন ইউক্রেন যুদ্ধে হেরে গেছেন : বাইডেন
- প্রকাশের সময় : ০৫:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১১৭ বার পঠিত
হককথা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে হেরে গেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সঙ্গে করা এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর এনবিসি নিউজ, ডয়েচে ভেলের।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে পুতিনের জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইউক্রেনের পালটা হামলা মস্কোকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে।
এ সময় বাইডেন আরও বলেন, পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো বাস্তবিক আশঙ্কা তিনি দেখছেন না।
এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে বলে মনে করেন না তিনি।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ শুরু। ইতোমধ্যে ৫০০ দিন পেরিয়ে গেছে এই যুদ্ধ। এখনো শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এই যুদ্ধে বহু মানুষ হতাহত হয়েছেন।
নাসরিন /হককথা