নিউইয়র্ক ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পুতিন ইউক্রেন জিততে পারবেন না, চ্যালেঞ্জ বাইডেনের!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / ২৯ বার পঠিত

হককথা ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জিতবে না রাশিয়া। এমনই বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ভ্লাদিমির পুতিন হয়ত ইউক্রেনের এক আধটি শহরের দখল নিতে পারেন। কিন্তু, ওই দেশের শাসক হতে পারবেন না তিনি। বাইডেনের কথায়, ‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিন যে জয়লাভ করবেন না, এতদিনে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।’
মঙ্গলবার রাশিয়া থেকে তেল এবং গ্যাসের আমদানি বন্ধ করেছেন জো বাইডেন। মস্কো নিজেদের প্রতিবেশী দেশের উপর অসাংবিধানিক আক্রমণ চালানোয় ওই সিদ্ধান্ত, জানিয়েছেন বাইডেন। তার কথায়, যুক্তরাষ্ট্রের কোনও বন্দরে রাশিয়ার তেল ঢুকবে না। পুতিনের ওয়ার মেশিনের বিরুদ্ধে আবারও সরব হবে আমেরিকা।”
বাইডেন রাশিয়াকে সতর্ক করে বলেছেন, “পুতিন যা করছেন তাতে বড় মূল্য চোকাতে হবে তার দেশকে।” তার সংযোজন, “পুতিন ইতিমধ্যেই ইউক্রেনের দু’ মিলিয়ন বাসিন্দাকে রিফিউজি বানিয়েছেন। আজ তিনি বিশ্ব শান্তিকে নষ্ট করার কাজ শুরু করেছেন। আজ যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমেরিকার বাসিন্দাদের আরও বড় মূল্য দিতে হতে পারে।”
ওই বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার কথায়, “জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পুতিনের দেশ থেকে তেল, কয়লা এবং গ্যাস কিনবে না। এতে পুতিনের ওয়ার মেশিন কিছুটা হলেও স্তব্ধ হল। আশা করি অন্য রাষ্ট্রনেতারাও বাইডেনের পথ অনুসরণ করবেন।” সূত্র: এপি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পুতিন ইউক্রেন জিততে পারবেন না, চ্যালেঞ্জ বাইডেনের!

প্রকাশের সময় : ০৫:৫১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

হককথা ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জিতবে না রাশিয়া। এমনই বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ভ্লাদিমির পুতিন হয়ত ইউক্রেনের এক আধটি শহরের দখল নিতে পারেন। কিন্তু, ওই দেশের শাসক হতে পারবেন না তিনি। বাইডেনের কথায়, ‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিন যে জয়লাভ করবেন না, এতদিনে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।’
মঙ্গলবার রাশিয়া থেকে তেল এবং গ্যাসের আমদানি বন্ধ করেছেন জো বাইডেন। মস্কো নিজেদের প্রতিবেশী দেশের উপর অসাংবিধানিক আক্রমণ চালানোয় ওই সিদ্ধান্ত, জানিয়েছেন বাইডেন। তার কথায়, যুক্তরাষ্ট্রের কোনও বন্দরে রাশিয়ার তেল ঢুকবে না। পুতিনের ওয়ার মেশিনের বিরুদ্ধে আবারও সরব হবে আমেরিকা।”
বাইডেন রাশিয়াকে সতর্ক করে বলেছেন, “পুতিন যা করছেন তাতে বড় মূল্য চোকাতে হবে তার দেশকে।” তার সংযোজন, “পুতিন ইতিমধ্যেই ইউক্রেনের দু’ মিলিয়ন বাসিন্দাকে রিফিউজি বানিয়েছেন। আজ তিনি বিশ্ব শান্তিকে নষ্ট করার কাজ শুরু করেছেন। আজ যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমেরিকার বাসিন্দাদের আরও বড় মূল্য দিতে হতে পারে।”
ওই বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার কথায়, “জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পুতিনের দেশ থেকে তেল, কয়লা এবং গ্যাস কিনবে না। এতে পুতিনের ওয়ার মেশিন কিছুটা হলেও স্তব্ধ হল। আশা করি অন্য রাষ্ট্রনেতারাও বাইডেনের পথ অনুসরণ করবেন।” সূত্র: এপি।
হককথা/এমউএ