নিউইয়র্ক ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে ‘গণহত্যা’র অভিযোগ বাইডেনের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৩৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • / ৬০ বার পঠিত

হককথা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটাকে গণহত্যা বলেছি।’
তিনি আরো বলেন, কারণ এটি আরো স্পষ্ট যে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন এবং এই প্রমাণগুলো আরো জোরালো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেও প্রেসিডেন্ট বাইডেনই এটিকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করলেন।
বাইডেন বলেন, পুতিন চাইছেন, ইউক্রেনবাসীদের হত্যা করে দেশটির অস্তিত্ব বিলোপ করতে। রাশিয়ার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ এখন তাদের হাতে আছে দাবি করে তিনি জানান, আরো তথ্য হাতে আসছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার সংজ্ঞা খুব স্পষ্ট। কোনো দেশের সব অথবা নির্দিষ্ট অঞ্চলের জাতিগত চিহ্ন যদি মুছে ফেলার চেষ্টা হয়, তাহলে তাকে গণহত্যা বলা যেতে পারে। এছাড়াও সাম্প্রদায়িক হত্যা, জনজাতি ধ্বংসের ঘটনাকেও গণহত্যার ব্র্যাকেটে ধরা হয়। ইউক্রেনে কি রাশিয়া সে কাজ করেছে?
সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, এর আইনি ব্যাখ্যা আইনজীবীরা দেবেন। তিনি যা দেখছেন, তা-ই বলছেন।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাইডেনের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টুইট বার্তায় তিনি প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যকে ‘সত্য কথা’ উল্লেখ করে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসাথে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরো অস্ত্র দিয়ে সহায়তার আহ্বানও জানান তিনি।
অপরদিকে গত রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেন অভিযান বন্ধ হয়ে যায়নি। পরিকল্পনা মতোই তা চলছে। অদূর ভবিষ্যতে তা বন্ধ হওয়ারও কোনো ইঙ্গিত দেননি তিনি। -বিবিসি, ডয়চে ভেলে
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে ‘গণহত্যা’র অভিযোগ বাইডেনের

প্রকাশের সময় : ০২:৩৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

হককথা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটাকে গণহত্যা বলেছি।’
তিনি আরো বলেন, কারণ এটি আরো স্পষ্ট যে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন এবং এই প্রমাণগুলো আরো জোরালো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেও প্রেসিডেন্ট বাইডেনই এটিকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করলেন।
বাইডেন বলেন, পুতিন চাইছেন, ইউক্রেনবাসীদের হত্যা করে দেশটির অস্তিত্ব বিলোপ করতে। রাশিয়ার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ এখন তাদের হাতে আছে দাবি করে তিনি জানান, আরো তথ্য হাতে আসছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার সংজ্ঞা খুব স্পষ্ট। কোনো দেশের সব অথবা নির্দিষ্ট অঞ্চলের জাতিগত চিহ্ন যদি মুছে ফেলার চেষ্টা হয়, তাহলে তাকে গণহত্যা বলা যেতে পারে। এছাড়াও সাম্প্রদায়িক হত্যা, জনজাতি ধ্বংসের ঘটনাকেও গণহত্যার ব্র্যাকেটে ধরা হয়। ইউক্রেনে কি রাশিয়া সে কাজ করেছে?
সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, এর আইনি ব্যাখ্যা আইনজীবীরা দেবেন। তিনি যা দেখছেন, তা-ই বলছেন।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাইডেনের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টুইট বার্তায় তিনি প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যকে ‘সত্য কথা’ উল্লেখ করে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসাথে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরো অস্ত্র দিয়ে সহায়তার আহ্বানও জানান তিনি।
অপরদিকে গত রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেন অভিযান বন্ধ হয়ে যায়নি। পরিকল্পনা মতোই তা চলছে। অদূর ভবিষ্যতে তা বন্ধ হওয়ারও কোনো ইঙ্গিত দেননি তিনি। -বিবিসি, ডয়চে ভেলে
হককথা/এমউএ