নিউইয়র্ক ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘পরমাণু যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকির মুখে পড়েছে বিশ্ব।’-বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • / ১২৭ বার পঠিত

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘১৯৬২ সালের এবারই মানবসভ্যতা-বিধ্বংসী পরমাণু যুদ্ধের (আরমাগেডান) সর্বোচ্চ ঝুঁকির মুখে পড়েছে বিশ্ব।’ নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেনে প্রতিকূল অবস্থায় পড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলেছেন তা আসলে তিনি মজা করার জন্য বলেননি। যুক্তরাষ্ট্র রাশিয়ার যুদ্ধের গতিপথ বোঝার চেষ্টা করছে। বলা যায়, ইউক্রেনে রুশ বাহিনী বেশ নাজুক অবস্থায় দিন পার করছে।’

জো বাইডেন আরো বলেন, ‘যদি তাদের (রুশ বাহিনী) এ অবস্থা চলতে থাকে, তাহলে ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের পর এই প্রথম সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিতে পড়েছি আমরা।’ ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভের সময়ে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতি তৈরি হয়েছিল। সেসময় রাশিয়া কিউবায় তাদের পরমাণু অস্ত্র প্রস্তুত করে রেখেছিল।

যুক্তরাষ্ট্র ও ইউরেপীয় ইউনিয়ন (ইইউ) অবশ্য গত কিছুদিন ধরে পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা বলেছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত সপ্তাহে বলেন, রাশিয়া শিগগিরই পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, এমন কোনো আলামত দেখা যায়নি।

হককথা/এমউএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘পরমাণু যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকির মুখে পড়েছে বিশ্ব।’-বাইডেন

প্রকাশের সময় : ০৭:৫৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘১৯৬২ সালের এবারই মানবসভ্যতা-বিধ্বংসী পরমাণু যুদ্ধের (আরমাগেডান) সর্বোচ্চ ঝুঁকির মুখে পড়েছে বিশ্ব।’ নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেনে প্রতিকূল অবস্থায় পড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলেছেন তা আসলে তিনি মজা করার জন্য বলেননি। যুক্তরাষ্ট্র রাশিয়ার যুদ্ধের গতিপথ বোঝার চেষ্টা করছে। বলা যায়, ইউক্রেনে রুশ বাহিনী বেশ নাজুক অবস্থায় দিন পার করছে।’

জো বাইডেন আরো বলেন, ‘যদি তাদের (রুশ বাহিনী) এ অবস্থা চলতে থাকে, তাহলে ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের পর এই প্রথম সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিতে পড়েছি আমরা।’ ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভের সময়ে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতি তৈরি হয়েছিল। সেসময় রাশিয়া কিউবায় তাদের পরমাণু অস্ত্র প্রস্তুত করে রেখেছিল।

যুক্তরাষ্ট্র ও ইউরেপীয় ইউনিয়ন (ইইউ) অবশ্য গত কিছুদিন ধরে পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা বলেছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত সপ্তাহে বলেন, রাশিয়া শিগগিরই পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, এমন কোনো আলামত দেখা যায়নি।

হককথা/এমউএ