নিউইয়র্কের দুর্ঘটনা প্রবণ এলাকা ব্রঙ্কস!
- প্রকাশের সময় : ১১:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ১০ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কের ৫টি বোরোর মধ্যে ব্রঙ্কসকে সবচেয়ে বেশি ট্রাফিক দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এক গবেষণায় বলা হয়েছে, ব্রঙ্কসের বাসিন্দাদের ট্রাফিক দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা নিউইয়র্কের অন্য স্থানের চেয়ে বেশি। মূলত: পরিবহন পরিবর্তন এবং নিরাপদ রাস্তার ওপর ভিত্তি করে এ এলাকায় বসবাসরত পরিবারগুলোর সাথে কথা বলে এমন তথ্য পেয়েছে গবেষণায় থাকা দল।
চলতি বছরের প্রথম নয় মাসের দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্রঙ্কসে দূর্ঘটনায় গুরুতর আঘাতের হার শহরের গড়ের চেয়ে ২০ শতাংশ বেশি। গত বছরের তুলনায়, ব্রঙ্কসে ট্রাফিক সংঘর্ষে গুরুতর আঘাত ১০ শতাংশ বেড়েছে। এই নয় মাসে, নিউইয়র্ক সিটিতে ট্রাফিক দুর্ঘটনায় ১৯৩ জনের মৃত্যু হয়েছে এবং ২,৩৩৮ জন গুরুতরভাবে আহত হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২৪ সালের মৃত্যুর সংখ্যা গত ১০ বছরের মধ্যে ৮ বার এই সময়কালে ছাড়িয়ে গেছে। যেখানে ব্রঙ্কসে গুরুতর আঘাত এবং মৃত্যুর হার বিশেষভাবে বাড়ছে সেখানে এটি শহরের সব পাঁচটি বোরোতে নিউইয়র্কবাসীদের প্রভাবিত করেছে।
সংস্থাটি আরও জানিয়েছে যে, যদিও শহরের ৩০ মাইল প্রতি ঘণ্টার উপরে গতিসীমাসহ রাস্তা বিরল, তবুও এই বছর ২৮ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটে উচ্চ গতিসীমার রাস্তায়।
সংস্থা নি¤œ গতিসীমা এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রস্তাব করে, যেমন দিনের আলো যা আন্তঃসংযোগের কাছে পার্কিং স্পেসগুলি অপসারণ করে দৃশ্যমানতা উন্নত করে। নিউইয়র্ক সিটি অনেক আন্তঃসংযোগে গাড়িগুলোকে ক্রসওয়াকের কাছে পার্ক করতে দেয়, যা পরিবহন পরিবর্তনের মতে, মানুষকে বিপদের মুখে ফেলে। তাদের বিশ্লেষণ দেখিয়েছে যে, ৮৮ শতাংশ পথচারী মৃত্যুর ঘটনা ঘটে এমন আন্তঃসংযোগগুলিতে দিনের আলো না থাকার কারনে।