নিউইয়র্ক ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / ২৬ বার পঠিত

হককথা ডেস্ক : চীনের সঙ্গে উত্তেজনা মধ্যেই দুটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ রোববার তাইওয়ান প্রণালি ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর এই প্রথম যাত্রাপথ হিসেবে প্রণালিটি ব্যবহার করল কোনও যুক্তরাষ্ট্রের জাহাজ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিশ্চিত করে বলেছে, ক্রুজার চ্যান্সেলরসভিল এবং অ্যান্টিটাম নামে দুটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালি ব্যবহার করে অভিযান পরিচালনা করছে, যা এখনো চলছে। তাদের যাত্রা সম্পূর্ণ হতে সাধারণত আট থেকে ১২ ঘন্টা সময় লাগবে বলে জানোনো হয়েছে।

বিবিসির খবরে জানা যায়, বেইজিং অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে চলাচল করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে তাইওয়ান প্রণালিতে জাহাজদুটির অবস্থান নিশ্চিত করেছে ।

এই বছরের আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে দ্বীপের আশপাশে বারবার সামরিক মহড়া চালাচ্ছে চীন। এই সফর বেইজিংকে ক্ষুব্ধ করেছিল। এমনকি এটিকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের একটি যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে দেখেছিল দেশটি।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে চীন। তবে স্বশাসিত তাইওয়ানে সম্প্রতি স্বাধীনতা ঘোষণার দাবি উঠতে শুরু করেছে। দেশটির স্বাধীনতাপন্থি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন দায়িত্ব নেয়ার পর থেকে এ দাবি আরও জোরদার হয়েছে। এর ফলশ্রুতিতে তার প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের টানাপোড়েন শুরু হয়েছে। চীন অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানের যেকোনো ধরনের উসকানিমূলক আচরণ ঠেকাতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে বেইজিং।

চীনের সামরিক হস্তক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় গেল বছর তাইওয়ান প্রণালিতে কয়েক দফা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ওয়াশিংটন।
হককথা/এমউএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

প্রকাশের সময় : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

হককথা ডেস্ক : চীনের সঙ্গে উত্তেজনা মধ্যেই দুটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ রোববার তাইওয়ান প্রণালি ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর এই প্রথম যাত্রাপথ হিসেবে প্রণালিটি ব্যবহার করল কোনও যুক্তরাষ্ট্রের জাহাজ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিশ্চিত করে বলেছে, ক্রুজার চ্যান্সেলরসভিল এবং অ্যান্টিটাম নামে দুটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালি ব্যবহার করে অভিযান পরিচালনা করছে, যা এখনো চলছে। তাদের যাত্রা সম্পূর্ণ হতে সাধারণত আট থেকে ১২ ঘন্টা সময় লাগবে বলে জানোনো হয়েছে।

বিবিসির খবরে জানা যায়, বেইজিং অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে চলাচল করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে তাইওয়ান প্রণালিতে জাহাজদুটির অবস্থান নিশ্চিত করেছে ।

এই বছরের আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে দ্বীপের আশপাশে বারবার সামরিক মহড়া চালাচ্ছে চীন। এই সফর বেইজিংকে ক্ষুব্ধ করেছিল। এমনকি এটিকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের একটি যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে দেখেছিল দেশটি।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে চীন। তবে স্বশাসিত তাইওয়ানে সম্প্রতি স্বাধীনতা ঘোষণার দাবি উঠতে শুরু করেছে। দেশটির স্বাধীনতাপন্থি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন দায়িত্ব নেয়ার পর থেকে এ দাবি আরও জোরদার হয়েছে। এর ফলশ্রুতিতে তার প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের টানাপোড়েন শুরু হয়েছে। চীন অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানের যেকোনো ধরনের উসকানিমূলক আচরণ ঠেকাতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে বেইজিং।

চীনের সামরিক হস্তক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় গেল বছর তাইওয়ান প্রণালিতে কয়েক দফা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ওয়াশিংটন।
হককথা/এমউএ