নিউইয়র্ক ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ডেমোক্র্যাটদের পক্ষে প্রচার চালাবেন ওবামা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৬৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার পাশাপাশি কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ এবং জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম মাধ্যম এই নির্বাচন। আগামী ৮ নভেম্বরের এ নির্বাচন ঘিরে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজনীতির মাঠ। সময় যতই ঘনিয়ে আসছে, ততই যেন নিজেদের প্রমাণে ব্যস্ত হয়ে পড়ছে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান শিবির।

এ নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটদের হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জিয়া, মিশিগান ও উইসকনসিন রাজ্য প্রচারণা চালাবেন বলে জানা গেছে। নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

কংগ্রেসের দুই কক্ষেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারে ক্ষমতাসীনরা, আর সে ক্ষেত্রে মেয়াদকালের বাকি দুই বছর বাইডেন প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারেন রিপাবলিকানরা। খবর রয়টার্সের।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ডেমোক্র্যাটদের পক্ষে প্রচার চালাবেন ওবামা

প্রকাশের সময় : ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার পাশাপাশি কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ এবং জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম মাধ্যম এই নির্বাচন। আগামী ৮ নভেম্বরের এ নির্বাচন ঘিরে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজনীতির মাঠ। সময় যতই ঘনিয়ে আসছে, ততই যেন নিজেদের প্রমাণে ব্যস্ত হয়ে পড়ছে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান শিবির।

এ নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটদের হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জিয়া, মিশিগান ও উইসকনসিন রাজ্য প্রচারণা চালাবেন বলে জানা গেছে। নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

কংগ্রেসের দুই কক্ষেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারে ক্ষমতাসীনরা, আর সে ক্ষেত্রে মেয়াদকালের বাকি দুই বছর বাইডেন প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারেন রিপাবলিকানরা। খবর রয়টার্সের।