ট্রাম্প-বিরোধীদের বাড়িতে বাড়িতে বোমা

- প্রকাশের সময় : ০২:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
- / ৫৪৭ বার পঠিত
হককথা ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের বাড়ির ঠিকানায় বোমা পাঠিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ অক্টোবর) থেকে এ পর্যন্ত বারাক ওবামা হিলারী ক্লিনটন, সিএনএন অফিসসহ ট্রাম্পের সমালোচনা করেন এমন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানায় বোমা পাঠানোর খবর পাওয়া গেছে। এসব বোমা পাইপবোমা বলে জানিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহ আগে এসব বোমা পাঠানোকে ‘উদ্দেশ্যমূলক’ বলছে মার্কিন কর্তৃপক্ষ।
ডোনাল্ড এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ বলেছেন। একই সঙ্গে বোমা পাঠানোর ইস্যুকে কেন্দ্র করে তার প্রতি ‘শত্রুতা’ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানায় এ পর্যন্ত বোমা পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, সাবেক এটর্নি জেনারেল ইরিক হোল্ডার, ডেমোক্রাটদলীয় কংগ্রেসসদস্য ম্যাক্সাইন ওয়াটার্স ও সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান। গার্ডিয়ান, বিবিসি।
বিবিসি’র খবরে বলা হয়: মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক বিস্ফোরকের প্যাকেট জব্দ করা হয়েছে। এফবিআই জানায়, নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় একটি সন্দেহজনক প্যাকেট পাঠানো হয় ২৩ অক্টোবর। তাদের জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স ঘটনার তদন্ত করছে।
হোয়াইট হাউসে একটি বিস্ফোরকের প্যাকেট পাঠানোর কথা শোনা গেলেও সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, তারা দু’টি প্যাকেট জব্দ করেছে। হোয়াইট হাউসে কোনো প্যাকেট পাঠানো হয়নি। গতকাল বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের লোকেরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াশিংটনের বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করেন। আর মঙ্গলবার হিলারির নিউইয়র্কের বাড়ির ঠিকানায় বিস্ফোরক পাঠানো হয়। ডাকযোগে আসা চিঠির নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় এই প্যাকেটগুলো বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ওবামা বা হিলারি ক্লিনটন কেউই পার্সেলগুলো গ্রহণ করেননি বা তাদের কোনো বিপদ হবার ঝুঁকি তৈরি হয়নি। এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
নিউইয়র্কের টাইম ওয়ার্নার ভবনেও এরকম একটি বিস্ফোরক পাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় সিএনএনের বার্তা কক্ষ থেকে সবাইকে বের করে দেওয়া হয় বলে জানান মিডিয়ার প্রেসিডেন্ট জেফ জাকার। তিনি জানান, ডাককক্ষে একটি বিস্ফোরকের প্যাকেট পাওয়া যায়। সিএনএনের অন্যান্য অফিস কক্ষেও এই ধরনের বিস্ফোরক আছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে বলে প্রেসিডেন্ট জেফ জাকার জানান। এর দু’দিন আগেই নিউইয়র্কে সমাজসেবী এবং অর্থলগ্নিকারক জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানোর ঘটনা ঘটে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারী সারাহ স্যান্ডার্স বলেছেন, আমরা এই ধরনের কর্মকান্ডের নিন্দা জানাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিক্রেট সার্ভিস এবং অন্যান্য তদন্ত সংস্থা ঘটনার তদন্ত করছে।
ছবি: খ্যাতনাম ট্রাম্প-সমালোচকদের বাড়িতে পাঠানো বস্তুগুলো পাইপবোমা বলে চিহ্নিত করেছে এফবিআই। -সিবিএন নিউজ।