ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের দাবি কংগ্রেস সদস্যদের

- প্রকাশের সময় : ১২:০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৩৯ বার পঠিত
হককথা ডেস্ক: বুধবার ক্যাপিটল হিলের হামলায় উস্কানি দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসিত করার প্রস্তাব করেছেন বেশ কিছু আইন প্রণেতা। এর মধ্যে রয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট ও একজন রিপাবলিকান। ট্রাম্পকে পদত্যাগ অথবা তাকে পদ থেকে সরিয়ে দেয়ার আহŸান জানিয়েছেন ভারমন্ট রাজ্যের রিপাবলিকান গভর্নর ফিল স্কট। এরই মধ্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমর ট্রাম্পকে অভিশংসনের আর্টিকেলের খসড়া প্রস্তুত করেছেন। এ সময় অনেক আইন প্রণেতা ক্যাপিটল হিলে আটকা পড়েছিলেন। টুইটে ইলহান ওমর প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছেন, তাকে আমরা আর ক্ষমতায় থাকার অনুমতি দিতে পারি না।
ইলহান ওমর লিখেছেন, আমাদের প্রজাতন্ত্রকে রক্ষা করা এবং শপথ পালন করা আমাদের কর্তব্য। ধারাবাহিক টুইটে ফিল স্কট লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহ করেছেন। এর ফলে অবাধ, সুষ্ঠু ও আইনি নির্বাচনের ফলকে উল্টে দিতে চান তিনি। ট্রাম্প যে ভ্রান্ত ধারণা, মনগড়া, স্বীয় স্বার্থ এবং অহমিকার বশে কাজ করছেন এতে কোনো সন্দেহ নেই। ধাপে ধাপে তা নিচু পর্যায়ে চলে গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা এক ভয়াবহ বিপজ্জনক সময়। স্কট ফিল আরো লিখেছেন, আমাদের গণতন্ত্রের ধারা এবং দেশের নীতি এই প্রেসিডেন্টের অধীনে আক্রমণের শিকার। যথেষ্ট হয়েছে।
ম্যাচাচুসেটসের ডেমোক্রেট দলীয় প্রতিনিধি আয়ানা প্রেসলি টুইটে বলেছেন, আমাদের গণতন্ত্র আক্ষরিক অর্থেই হুমকিতে। তাই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের আহŸান জানাই। তিনি এই সহিংসতা উস্কে দিয়েছেন। অভ্যুত্থান ঘটানোর চেষ্টার জন্য তিনি সরাসরি দায়ী।
নিউইয়র্কের ডেমোক্রেট দলীয় প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বুধবার (৬ জানুয়ারী) রাতে তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, এদিন রাতে তিনি বেশ কয়েকঘণ্টা অবরুদ্ধ হয়ে ছিলেন। তিনি টুইটারে শুধু একটি শব্দ লিখেছেন ইংরেজিতে। তা হলো ‘ইমপিচ’ অর্থাৎ অভিশংসিত করো। প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসিত করার আহŸান জানিয়েছেন মিশিগানের ডেমোক্রেট প্রতিনিধি রাশিদা তৈয়বা, রোড আইল্যান্ডের ডেমোক্রেট প্রতিনিধি ডেভিড সিসিলিন, ফ্লোরিডার ডেমোক্রেট প্রতিনিধি ওমারি হার্ডি, জর্জিয়ার ডেমোক্রেট প্রতিনিধি লুসি ম্যাকবাথ, ম্যাচাচুসেটসের ডেমোক্রেট প্রতিনিধি সেঠ মলটন, ওরল্যান্ডের ডেমোক্রেট প্রতিনিধি আর্ল বøুমেনার এবং আরো অনেকে।
হাফিংটন পোস্ট লিখেছে, আর দু’সপ্তাহেরও কম সময় আইনগতভাবে ক্ষমতায় আছেন ট্রাম্প। এ সময়ে তাকে দ্বিতীয়বার অভিশংসিত করা অস্বাভাবিক। কিন্তু তা সত্তে¡ও এমন দাবি উঠছে তার একগুঁয়েমির কারণে। নির্বাচনের ফল না মেনে সমর্থকদের উস্কানি দিয়ে ক্যাপিটল হিলে হামলা চালানোর ফলে তার বিরুদ্ধে এমন সব কথা বলাবলি হচ্ছে। কারণ, কংগ্রেসে যখন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে ইলেকটোরাল কলেজ ভোটের চূড়ান্ত অনুমোদন নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন সমবেত সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানেও তিনি ষড়যন্ত্রমূলক তত্তে¡র উপস্থাপন করেন। তিনি সমর্থকদের বলেন, ডেমোক্রেটরা নভেম্বরের নির্বাচন চুরি করেছে। তিনি এ সময় সমর্থকদের আহŸান জানান- ক্যাপিটল হিলে যাও। তোমাদের কথা আইনপ্রণেতাদের জানাও। তারা তোমাদের কণ্ঠকে বন্ধ করে দেবে- এটা হতে দিতে পারি না।
এর কয়েক ঘন্টা পরেই র্যালিতে অংশ নেয়া সমর্থকরা ডাউনটাউনের দিকে অগ্রসর হয়। সেখানে দ্রæত পরিস্থিতি দাঙ্গায় রূপ নেয়। তারা নিরাপত্তা বেষ্টনি তছনছ করে ফেলে। ক্যাপিটল হিলের দেয়াল বেয়ে উপরে উঠে যেতে থাকে। ফলে বাধ্য হয়ে ক্যাপিটল হিলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা দ্রæত কংগ্রেশনাল চেম্বারে অবস্থান নেয়। দ্রæত অফিস ফাঁকা করে ফেলা হয়। নির্বাচনের ফল নিয়ে পুলিশের সঙ্গে যখন ট্রাম্প সমর্থকরা সংঘর্ষে লিপ্ত তখন কংগ্রেস সদস্যরা একটি স্থানে সমবেত হন। এরপর তারা সুড়ঙ্গ ব্যবহার করে প্রাণ বাঁচান। কিন্তু দাঙ্গাকারীদের বিরত করার জন্য ট্রাম্প চেষ্টা করেননি বললেই চলে। তিনি শুধু স্থানীয় সময় বেলা আড়াইটার সময় দাঙ্গাকারীদের উদ্দেশে টুইটে লিখেছেন, আমাদের ক্যাপিটল পুলিশ এবং আইন প্রয়োগকারীদের সহায়তা করো। শান্ত থাকো। পরে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন শান্ত থাকার আহŸান জানিয়ে। কিন্তু এতেও তিনি আবার দাবি করেন, তার কাছ থেকে নির্বাচন চুরি করে নেয়া হয়েছে। ভিডিওতে তিনি বলেন, আমি জানি তোমাদের মনের বেদনা। আমি জানি তোমরা কতটা আহত। আমরা এমন একটি নির্বাচন পেয়েছিলাম যা আমাদের কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে। এটা ছিল (আমার জন্য) একটি ভূমিধস নির্বাচন। সবাই, বিশেষ করে বিরোধী পক্ষও তা জানতো। কিন্তু তোমাদেরকে এখন ঘরে ফিরে যেতে হবে।