জাতিসংঘের গুমবিষয়ক গ্রুপের বৈঠক শুরু

- প্রকাশের সময় : ০৫:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৪ বার পঠিত
হককথা ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার পাঁচ দিনব্যাপী বৈঠকটি শুরু হয়। রুদ্ধদ্বার এ বৈঠক আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে রুদ্ধদ্বার বৈঠক হওয়ায় কী আলোচনা হচ্ছে তা কিছুই জানা যাচ্ছে না।খবর যুগান্তর
জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং কমিটির ১২৬তম বৈঠকে দক্ষিণ কোরিয়ার তায়-উং বাইক নেতৃত্ব দিচ্ছেন। গুম হওয়া ব্যক্তিদের স্বজন, ২৪টি দেশের সরকারি প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে পাঁচ সদস্যের কমিটি গুমের অভিযোগ, প্রক্রিয়াগত বিষয় এবং গুমের ক্ষেত্রে সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন। গুম হওয়া ব্যক্তিদের সুরক্ষাবিষয়ক সনদ ঘোষণার তিন দশক পূর্তি উপলক্ষ্যে নির্দিষ্ট দেশ সফর এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হবে।
যেসব দেশের গুমের ঘটনা নিয়ে আলোচনা হবে সেসব দেশের সরকারের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হবে। তবে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের পাঁচ সদস্যের গোপন বৈঠকে বাংলাদেশে গুমের ঘটনা সম্পর্কে আলোচনা হবে কি না তা নিশ্চিত নয়। যদিও গ্রুপটির গত বৈঠকে বাংলাদেশের ৭৬টি গুমের ঘটনা নিয়ে আলোচনা হয়। এসব ঘটনায় বাংলাদেশ সরকারের জবাব জানতে চাওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে খুব কম ঘটনার জবাব দেওয়া হয়।
হককথা/এমউএ