নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জনমত জরিপে ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • / ৪৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী তহবিল নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। কমলাকে ঠেকাতে নানা কৌশল গ্রহণ করছেন ট্রাম্পও। কিন্তু জনমত জরিপ বলছে, এখনও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে জো বাইডেন সরে যাওয়ার পর খুব শিগগিরই তার নির্বাচনি প্রচার তহবিলের সব ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ চলে এসেছে কমলা হ্যারিসের কাছে। এরইমধ্যে হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির বেশিরভাগ ডেলিগেটের বা দলের প্রতিনিধি সমর্থনও পেয়েছেন।

এনিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের জেনারেল কাউন্সেল ডেভিড ওয়ারিংটন নির্বাচন কমিশনে কমলা হ্যারিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যুক্তি দিয়ে তিনি বলেছেন, বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর প্রচার শিবির তাদের কমিটির ‘বাইডেন ফর প্রেসিডেন্ট’ নাম পরিবর্তন করে ‘হ্যারিস ফর প্রেসিডেন্ট’ নামকরণ করতে পারে না।

ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের অভিযোগ, কমলা হ্যারিস নির্লজ্জভাবে বাইডেনের নির্বাচনি তহবিলের অর্থ করায়ত্ত করেছেন। এক প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে আরেক প্রেসিডেন্ট প্রার্থী সামান্য কিছু হলেও বেশি আর্থিক অনুদান পেয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে ট্রাম্প শিবিরের আট পাতার অভিযোগনামায়। এতে বলা হয়েছে, নিয়মানুযায়ী কেন্দ্রীয় প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলে তাদের নির্বাচনে এমন বাড়তি কোনো অবদান রাখা নিষিদ্ধ। ওয়ারিংটন আরও বলেছেন, আমেরিকার ইতিহাসে নির্বাচনি প্রচার তহবিলের সবচেয়ে বড় লঙ্ঘনের পথে হাঁটছেন হ্যারিস। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জনমত জরিপে ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা

প্রকাশের সময় : ০৬:৩৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী তহবিল নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। কমলাকে ঠেকাতে নানা কৌশল গ্রহণ করছেন ট্রাম্পও। কিন্তু জনমত জরিপ বলছে, এখনও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে জো বাইডেন সরে যাওয়ার পর খুব শিগগিরই তার নির্বাচনি প্রচার তহবিলের সব ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ চলে এসেছে কমলা হ্যারিসের কাছে। এরইমধ্যে হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির বেশিরভাগ ডেলিগেটের বা দলের প্রতিনিধি সমর্থনও পেয়েছেন।

এনিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের জেনারেল কাউন্সেল ডেভিড ওয়ারিংটন নির্বাচন কমিশনে কমলা হ্যারিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যুক্তি দিয়ে তিনি বলেছেন, বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর প্রচার শিবির তাদের কমিটির ‘বাইডেন ফর প্রেসিডেন্ট’ নাম পরিবর্তন করে ‘হ্যারিস ফর প্রেসিডেন্ট’ নামকরণ করতে পারে না।

ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের অভিযোগ, কমলা হ্যারিস নির্লজ্জভাবে বাইডেনের নির্বাচনি তহবিলের অর্থ করায়ত্ত করেছেন। এক প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে আরেক প্রেসিডেন্ট প্রার্থী সামান্য কিছু হলেও বেশি আর্থিক অনুদান পেয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে ট্রাম্প শিবিরের আট পাতার অভিযোগনামায়। এতে বলা হয়েছে, নিয়মানুযায়ী কেন্দ্রীয় প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলে তাদের নির্বাচনে এমন বাড়তি কোনো অবদান রাখা নিষিদ্ধ। ওয়ারিংটন আরও বলেছেন, আমেরিকার ইতিহাসে নির্বাচনি প্রচার তহবিলের সবচেয়ে বড় লঙ্ঘনের পথে হাঁটছেন হ্যারিস। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন।